Rajshahi_Pet_Care
rajshahi-university-students-spend-their-days-eating-cockroaches-in-their-meals

ভর্তার মধ্যে তেলাপোকা খেয়েই দিন পার করছেন রাবি শিক্ষার্থীরা

শিক্ষা সংবাদ,উত্তরবঙ্গ প্রতিদিন ::  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সোহরাওয়ার্দী হলের ডাইনিংয়ে ভর্তার মধ্যে তেলাপোকা পাওয়ায় ডাইনিংয়ে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কচু ভর্তার বাটিতে প্রথম তেলাপোকা দেখেন দুলাল নামে এক ছাত্র। আবাসিক শিক্ষার্থীরা জানান, প্রায়ই হলের ডাইনিংয়ের খাবারে পোকা পাওয়া যায়। এসব বিষয় জানালেও দায়িত্বে থাকা ব্যক্তিরা সেভাবে গুরুত্ব দেন না। এছাড়া খুব নিম্নমানের চাল দিয়ে ভাত রান্না করা হয়। হল সূত্রে জানা যায়, সোহরাওয়ার্দী হলের ডাইনিংয়ে দুপুর ও রাত মিলে প্রায় ৫০০ শিক্ষার্থীর জন্য খাবার রান্না করা হয়। বৃহস্পতিবার দুপুরের খাবার খেতে এসে একজন শিক্ষার্থী কচু ভর্তার মধ্যে তেলাপোকা দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে আরও শিক্ষার্থী এসে হলের ডাইনিংয়ে তালা দিয়ে ডাইনিং বন্ধ ঘোষণা করেন।