Rajshahi_Pet_Care
baby_saline_syndicate_Rajshahi

রাজশাহীতে শিশু স্যালাইন বানিজ্যের নেপথ্যে অসাধু দোকানী ও রিপ্রেজেনটেটিভ

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীতে শিশু স্যালাইন বানিজ্যের নেপথ্যে অসাধু দোকানী ও রিপ্রেজেনটেটিভদের সম্পৃক্ততার তথ্য উঠে এসেছে। এর কারন হিসেবে ক্রেতারা বলছেন কখন স্যালাইনের চাহিদা বাড়বে এবং কখন চাহিদা কমবে এই তথ্য শুধু এই ২ শ্রেনীর মানুষের কাছে থাকে। বিধায় অসাধু রিপ্রেজেনটেটিভরা স্যালাইন কিনে স্টোর করে তা পরে অসাধু ওষুধ ব্যবসায়ীদের সাথে আঁতাত করেই দাম বাড়াচ্ছে।