Rajshahi_Pet_Care
bnp-rangpur-programe

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজশাহী থেকে রংপুরে বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি,  উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহী থেকে রংপুরগামী সব ধরনের বাস চলাচল আগামী দুদিন বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে। রাজশাহীর পরিবহণ নেতারা এ সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী থেকে রংপুরের উদ্দেশে সর্বশেষ বাসটি ছেড়ে গেছে। আজ শুক্রবার ও কাল শনিবার আর কোনো বাস ছাড়বে না বলে জানিয়েছেন রাজশাহীর পরিবহণ নেতারা। তবে বিএনপি নেতাকর্মীরা বলছেন, শনিবার রংপুরে বিএনপির বিভাগীয় মহাসমাবেশকে কেন্দ্র করেই পরিবহণ বন্ধ করা হয়েছে।
BNP leaders and activists are joining the rally by trawler

কেনো ট্রলারে করে এসে সমাবেশে যোগ দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

রাজনৈতিক প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: শনিবার (১৫ অক্টোবর) বিকেলে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে আন্ত জেলায় বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস চালকরা। সকাল থেকেই বাস চলাচল বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছেন বিভিন্ন রুটের যাত্রীরা। বিএনপি অভিযোগ করেছে, জনতার ঢল ঠেকাতে সরকার এ কৌশল নিয়েছে। এদিকে মোটর মালিক নেতারা বলেছেন, তারা বাস বন্ধের কোনো কর্মসূচি নেননি। বিভিন্ন সূত্র জানায়, আজ বিকেলে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। মীর্জা ফখরুলসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা সভায় বক্তব্য দিবেন। সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই নগরীতে উত্তেজনাকর পরিস্থিতির উদ্ভব হয়েছে। গতকাল থেকে আন্ত জেলায় বাস চলাচল সীমিত হয়ে গেছে।