Rajshahi_Pet_Care
Strict-action-artificial-crisis-is-ramadan-2023

রমজানে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন ::  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সামনে রোজা চলে এসেছে। রোজার মধ্যেও বিশেষ খাদ্য সরবরাহ ব্যবস্থা বজায় থাকার উদ্যোগ আমরা নিয়েছি। জেলা পর্যায়ে মাঠ প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (২০ এপ্রিল) এ সব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা ভিজিএফ, ওএমএস, কাবিখা কর্মসূচি চালু করেছি। ৫০ লাখ লোক রেশন কার্ডের আওতায় আছে। এছাড়া আরও ৫০ লাখ লোককে কার্ডের আওতায় আনা হবে। এর মাধ্যমে পাঁচ কোটি মানুষ উপকৃত হবে। যারা সুবিধা নেবেন তাদের ডাটাবেজ করা থাকবে। যারা চাইতে পারবেন না তাদের জন্য আমরা এই ব্যবস্থা নিয়েছি।