Eng-Mp-enamul-haque-in-eid

রাজশাহী বাগমারায় জনসাধারণের মাঝে ঈদ পালন করলেন ইঞ্জি: এমপি এনামুল হক

বাগমারা জেলা প্রতিনিধি, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক দলীয় নেতাকর্মী সহ বাগমারার সর্বস্তরের জনসাধারণের সাথে পবিত্র ঈদুল-ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন। পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে ঈদগাঁ মাঠে এবং সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। গ্রামের বাড়িতে এবারের ঈদ-উল-ফিতর উদ্যাপন করায় দ্রুত সময়ে অনুষ্ঠিত হয়েছে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়।
Rajshahi_Pet_Care
MP Engineer Enamul Haque

এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক

পার্লামেন্ট প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন ::ই ঞ্জিঃ এনামুল হক বাংলদেশের রাজশাহী জেলার রাজনীতিবিদ, প্রকৌশলী ও রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য। এনামুল হক ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ আসন (বাগমারা)  থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি বাংলাদেশ সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও দেশের একজন সিআইপি।