Rajshahi_Pet_Care
another-attack-on-the-journalist-leader-to-hide-the-corruption-in-rajshahi

রাজশাহীতে দূর্নীতি আড়াল করতেই আবারোও সাংবাদিক নেতার উপর হামলা

স্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন ::  রাজশাহীতে সাংবাদিক নেতা ও রাজশাহী যুগান্তরের ব্যুরো প্রধান তানজিমকে মারধর ও গাড়ি ভাংচুর করা হয়েছে। এর প্রতিবাদে বায়োহার্বস আয়ুর্বেদিকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সাংবাদিক নেতারা। আজ রবিবার বেলা ১২টার দিকে রাজশাহী নগরীর টুলটুলি পাড়ায় বায়োহার্বস আয়ুর্বেদিকে মূল ফটকের সামনে ঘটনাটি ঘটে। গত সোমবার (৫ সেপ্টেম্বর) বিএমডিএ এর কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের হামলায় আহত হন এটিএন নিউজের প্রতিবেদক ও ক্যামেরাপারসন। এনিয়ে রাজশাহীতে এক মাসের ব্যবধানে সাংবাদিকের দ্বিতীয় হামলা। জানা গেছে, রাজশাহীর মহেষ বেথান ঘনবসতি পূর্ণ এলাকায় ছোট একটি রাস্তার পাশে বায়োহার্বস আয়ুর্বেদিকের কারখানার ৫\৭ টা গাড়ি রাখায় জরুরি কোনো সেবা নিতে পারে না এলাকাবাসী। আজ রবিবার বেলা ১২টার দিকে সাংবাদিক তানজিম হক সংবাদ সংগ্রহের কাজে দ্রুত বের হওয়ার সময় বায়োহার্বস আয়ুর্বেদিকে মূল ফটকের গাড়ি থাকায়। গাড়ি নিয়ে বের হতে না পাড়ায়। বায়োহার্বস আয়ুর্বেদিকের কর্মকর্তা-কর্মচারীদের বললে তাঁরা চড়াও হয়ে তানজিমকে মারধর ও গাড়ির ওপর হামলা করে।ক্যামিস্ট পদে চাকরি করেন ভূগোল বিষয়ে পড়া এক যুবক।