Posted inBreaking News latest news today news
৪ বছরে দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ৭৯২টি
রমজান আলী, উত্তরবঙ্গ প্রতিদিন :: দেশে গত সাড়ে চার বছরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ৭৯২টি। এর মধ্যে ক্রসফায়ারে (বন্দুকযুদ্ধ) নিহত হওয়ার ঘটনাই ৬৮৩টি। একই সময়ে ৪৩ জনকে গুলি করে হত্যা, ৪৪ জনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। আর ২১ জন নিহত হয়েছেন পুলিশ হেফাজতে। এ ছাড়া ৫৬ জন গুম হয়েছেন। তাঁদের মধ্যে ১৭ জন এখনো নিখোঁজ ও ২৯ জনকে আটক দেখানো হয়েছে, মুক্তি পেয়েছেন ১০ জন।