ফেসবুক লাইভে এসে যুবলীগ নেতা নাহান ও কাউন্সিলর রজবকে দায়ী করে এক আওয়ামীলীগ কর্মীর আত্মহত্যা চেষ্টা

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহী মহানগরীর গুড়িপাড়া এলাকার এক আওয়ামীলীগ কর্মী আত্মহত্যার চেস্টা করেছেন। তার নাম রানা খান। ফেসবুক লাইভে এসে রানা খান নিজেকে আওয়ামীলীগ পরিবারের সন্তান দাবি করেন এবং সেই সাথে তিনি নিজের আত্মহত্যার কারনও উল্লেখ করেন। তিনি লাইভে এসে তার নামে মিথ্যা চুরির মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন – আমি এমন পরিবারের সন্তান নই যে সন্তান চুরি করব । আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে রাজশাহীর আওয়ামীলীগের সকলেই অবগত। তদুপরি আমার নামে মিথ্যা চুরির মামলা দিয়ে আমাকে হ্যাস্ত ন্যস্ত করার চেস্টা করছে। অথচ আমি আওয়ামীলীগের জন্য নিবেদিত প্রান এটা সকলেই জানেন। ভিডিও শেষে দেখা যায় – একটি চাকু তিনি নিজের গলায় ধরে চালানোর চেষ্টা করছেন। এরপর পরই ফেসবুক লাইভের ভিডিওটি বন্ধ হয়ে যায়।

 

 

ফেসবুক লাইভে রানা খান যা বলেছেন 

 

আসসালামু আলাইকুম, আমি মোঃ রানা খান, আমার বাড়ি গোলজারবাগ গুড়িপাড়াতে। আমি দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের রাজনীতি করে আসছি, আমার বাবাও দীর্ঘদিন যাবত আওয়ামীলীগের রাজনীতি করে আসছে।

 

কিন্তু সম্প্রতি রাসিকের  ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব ও তার ছোট ভাই রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান আধিপত্য বিস্তার করে একক রাজত্ব কায়েম করে আসছে।

 

আজ সকাল বেলায় রাজশাহী সিটি কর্পোরেশনের  অনুমতি নিয়ে কয়েকজন আমার বাড়ির সামনে রেলিংয়ের ইট তোলার সময় রজব কাউন্সিলর তাদের ধরে নিয়ে গিয়ে চুরির মামলা দেয় এবং ওই মামলায়  ইট চুরির আদেশ প্রদানকারী হিসেবে আমাকে প্রধান আসামি করে। কিন্তু আমি বা আমার পরিবার কেমন তা এলাকার সকলেই জানে। আমার জীবনে কোনদিন চুরির অপবাদ নাই। আমার মা বেশ কিছুদিন আগে মারা গেছে। তারা (কাউন্সিলর ও তার ভাই)  আমার নামে এই মিথ্যা অপবাদ দিয়ে আমার মানসম্মান নষ্ট করেছে, আমাকে সমাজে হেই পতিপন্ন করে আমার ইজ্জত নষ্ট করেছে।

 

তারা (কাউন্সিলর ও তার ভাই) বিগত দিনেও আমার বাবার ইজ্জত নিয়ে খেলা করেছে। আমার তিন সন্তান, এক মেয়ে ও দুই ছেলে আছে, আমি বুঝতে পারছিনা কেন বলছি এইসব কথাবার্তা, জীবনে আমার কোনদিন চুরির অপবাদ ছিল না আজকে আমাকে চুরির অপবাদ দেয়া হয়েছে। রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় এই চুরির অপবাদ দিয়ে আমাকে এক নাম্বার আসামী করে মামলা করেছে।

 

আমি আওয়ামীলীগ পরিবারের একজন সন্তান। এই অপবাদ নিয়ে এই দুনিয়ায় বেচে থাকার চেয়ে না থাকায় ভালো। তাই আমি আজকে আত্মহত্যা করতে যাচ্ছি, এই আত্মহত্যার জন্য দায়ী থাকবে রাসিক ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব (প্যানেল মেয়র-২) ও তার ছোট ভাই রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান।

 

আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমি যেন এর সুষ্ঠ বিচার পাই। আমি এই পৃথিবীতে তিন সন্তান রেখে যাচ্ছি এক বড় মেয়ে যার বিয়ে দিয়েছি এবং দুই ছেলে। আমার যে ইজ্জত চলে গেলো তা আর ফিরিয়ে আনার ক্ষমতা আমার নেই। মূলত আমি ১ নং ওয়ার্ডে এই এদের (কাউন্সিলর ও তার ভাই) কাছে জিম্মি হয়ে গেছি।

 

আমি জানি আত্মহত্যা করা মহাপাপ তবুও এটা করা ছাড়া আমার কাছে আর কোন রাস্তা নেই কারণ যেখানে আমার ইজ্জত চলে গেলো আর চেচে থেকে কি করবো। এই ওয়ার্ডে কাউন্সিলর ও তার ভাইয়ের ইসারায় সবকিছুই চলে। আমি একটা মধ্যেবিত্ত পরিবারের সন্তান আমার সামান্য আয় দিয়েই আমি ও আমার পরিবার চালিয়ে সামাজে সম্মানের সাথে জীবন যাপন করে আসছি।

 

রাজশাহীবাসির কাছে আমার অনুরোধ আমি মরে যাওয়ার পর যেন এর সুষ্ঠ ন্যায্য বিচার পায়। আমি আজকেই আত্মহত্যা করবো, আমার আত্মহত্যার জন্য দায়ী থাকবে রাসিক ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব (প্যানেল মেয়র-২) ও তার ছোট ভাই রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান।

 

মানুষ কেন আত্মহত্যা করে আজকে তা আমি বুঝতে পারছি। আল্লাহ আমাকে ক্ষমা করে দিও ওরা আমার জীবন নিয়ে খেলা করেছে আমার ইজ্জত নষ্ট করেছে আমি এই পৃথিবীতে আর বেচে থাকতে চাই না সর্বোপরি আমি আমার মৃত্যু ও আমার সম্মান নষ্ট করার সম্পূর্ণ দায়ভার  রাসিক ১ নং ওয়ার্ড কাউন্সিলর রজব (প্যানেল মেয়র-২) ও তার ছোট ভাই রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহানকে দিচ্ছি, আল্লাহ তুমি এদের বিচার করো আর আল্লাহ তুমি একমাত্র জানো আমি চোর কি না। সবায় ভালো থাকবেন

 

যা বলছে থানা পুলিশ

এদিকে থানা ও এজাহার সুত্রে জানা যায়, রাজশাহী কাশিয়াডাঙ্গা থানাধীন গোলজারবাগ গুড়িপাড়া গ্রামস্থ পানির পাম্পের পূর্ব দিক সোজা নুরুর ঢালান পর্যন্ত পুকুরের উত্তরের গাইড ওয়াল রাজশাহী সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া আসামীরা ইট উত্তোলন করব নিয়ে যাচ্ছে জানতে পেয়ে বাদী পরিচ্ছন্ন সুপার ভাইজার মোঃ নাজমুল হোসেন বাপ্পীকে ঘটনাস্থল্ব (৩৪) পাঠায়।তিনি ০৬ মার্চ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় কাশিয়াডাঙ্গা থানাধীন গোলজারবাগ গুড়িপাড়া গ্রামস্থ ১নং বিবাদী মোঃ রানা খান এর বসতবাড়ির সামনে গিয়ে বাঁধা নিষেধ করিলে কথা কাটাকাটির একপর্যায়ে রানা খান সুপার ভাইজার মোঃ নাজমুল হোসেন বাপ্পীকে হুমকিসহ ভয়ভীতি প্রদর্শন করেন। 

 

 

অতঃপর বাদী অফিসের লোকজনসহ ঘটনাস্থলে গিয়ে যাচাই বাছাই করিলে দেখা যায় যে, ০৬/০৩/২০২৩ তারিখ সহ বিভিন্ন তারিখ ও সময়ে ১নং বিবাদী জাতীয় শ্রমিকলীগের রাজশাহী জেলা সভাপতি আব্দুল্লাহ খানের ছেলে রানা খান এর হুকুম ও সহায়তায় ২নং বিবাদীসহ অজ্ঞাতনামা বিবাদীগন বেআইনী জনতায় দলবদ্ধ হইয়া জোরপূর্বক পুকুরের গাইড ওয়াল ও রাস্তার গাইড ওয়ালের প্রায় ৬০ (ষাট) হাজার ইট (যাহার আনুমানিক মূল্য- ৪,৮০,০০০/-) টাকার ইট ওয়াল ভাঙ্গিয়া উত্তোলন করে অজ্ঞাতনামা ট্রলিতে করে চুরি করে নিয়ে গিয়েছে।যাহার কারণে সরকারী রাস্তা ও ড্রেন ভেঙ্গে/ধসে পুকুরে নেমে যাওয়ায় আনুমানিক মূল্য-২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকার ক্ষতি সাধন হয়েছে।

 

তবে সার্বিক বিষয়ে নিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানার ওসি  মশিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি উত্তরবঙ্গ প্রতিদিনকে জানান – রাজশাহী শহরের গুড়িপাড়া এলাকার রানা খানের নামে একটি চুরির মামলা দায়ের হয়েছে এবং এ ঘটনায় রাজপাড়া থানার লক্ষিপুর এলাকার রাজু মিয়ার ছেলে শয়ন আলী (৩৬) কে আটক করেছি আমরা।  তবে ফেসবুক লাইভের ঘটনাটি শুনেছি বিধায় বিষয়টি নিয়ে অনুসন্ধান চালাচ্ছি।

 

ভিডিওটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন 

https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//m.youtube.com/watch?v=7DKK_CYJP8E

 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.