প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৪, ১১:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৩, ১১:০২ অপরাহ্ণ
ওশানগেট আবারও বিজ্ঞাপন চালু করেছে
আন্তর্জাতিক রিপোর্ট, উত্তরবঙ্গ প্রতিদিন :: আটলান্টিকে ডুবে যাওয়া টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে মর্মান্তিক পরিণতি ঘটেছে পাঁচজনের। টাইটান নামের সাবমেরিনে করে তারা পানির নিচে ডুব দিয়েছিলেন। এটি পরিচালনা করছিল কানাডার ওশানগেট কম্পানি।
সেই ঘটনায় যখন বিশ্বজুড়ে তোলপাড় চলছে তখন আবারও টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার বিজ্ঞাপন দিল একই কম্পানি। সম্প্রতি টাইটানিক দেখতে গিয়ে আটলান্টিকের নিচে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারান টাইটানের যাত্রীরা। প্রায় ১২ দিনের চেষ্টার পর টাইটানকে শনাক্ত ও এর ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। টাইটানের ধ্বংসাবশেষে মিলেছে যাত্রীদের শরীরের অংশ। সেগুলো নিয়ে তদন্ত করা হচ্ছে।তবে এমন অবস্থার মধ্যেও ফের একই যাত্রার বিজ্ঞাপন দিয়েছে ওশানগেট। নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়েছে ওশানগেট।
বিজ্ঞাপনটিতে ওশানগেট জানিয়েছে, আগামী বছর টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার জন্য দুটি ভ্রমণ পরিচালনার পরিকল্পনা করছে তারা। এই ভ্রমণের মূল্য ধরা হয়েছে আড়াই লাখ ডলার (আড়াই কোটি টাকা প্রায়)। ওশানগেট জানিয়েছে, এই খরচের মধ্যে রয়েছে একটি সাবমার্সিবল ডাইভ, ব্যক্তিগত বাসস্থান, প্রয়োজনীয় সব প্রশিক্ষণ, সফরের সরঞ্জাম এবং জাহাজে থাকাকালীন সমস্ত খাবারের ব্যবস্থা।
[caption id="attachment_113051" align="alignleft" width="700"] সর্বশেষ টাইটান সাবমার্সিবল সম্পর্কে যা জানা গেলো[/caption]
টাইটান যেভাবে টাইটানিক দেখতে গিয়েছিল ঠিক একইভাবে হবে এই ভ্রমণ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রথম দিন যাত্রীরা জাহাজের ক্রুদের সঙ্গে এবং জাহাজে ওঠার জন্য কানাডার সমুদ্রতীরবর্তী শহর সেন্ট জনসে পৌঁছবেন। এরপর আমাদের যানে করে টাইটানিকের ধ্বংসাবশেষে পৌঁছে যাবেন।
এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছিল, টাইটান যাত্রায় প্রধান নির্বাহী কর্মকর্তা স্টকটন রাশ, ব্রিটিশ ধনকুবের হামিশ হার্ডিং, ফরাসি ডাইভিং বিশেষজ্ঞ পল-হেনরি নারজিওলেট এবং পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ এবং তার কিশোর ছেলে সুলেমানের মৃত্যুর পর ‘অনির্দিষ্টকালের জন্য’ টাইটানিক অভিযান বন্ধ করে ওশানগেট।
তবে টাইটান নিখোঁজ হওয়ার সময়েই নতুন করে পাইলট নিয়োগের বিজ্ঞাপন দিয়ে বিতর্কে জড়ায় ওশানগেট। এবার আটলান্টিকের নিচে টাইটানিক যাত্রার ফের বিজ্ঞাপন দিয়ে আলোচনায় এসেছে কম্পানিটি।
টাইটানিক জাহাজটি ধ্বংসাবশেষ আটলান্টিক মহাসাগরের এক হাজার ৬০০ ফুট গভীরে রয়েছে, যা সমুদ্রের পৃষ্ঠ থেকে দুই মাইলেরও বেশি (প্রায় চার কিলোমিটার) নিচে। এটি কানাডার নিউফাউন্ডল্যান্ড প্রদেশের উপকূল থেকে ৪০০ মাইল দূরে অবস্থিত।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com
উত্তরবঙ্গ প্রতিদিন Google Business And Google News Verified একটি প্রতিষ্ঠান। ২০২০ সালে উত্তরবঙ্গ প্রতিদিন উইকিপিডিয়ার নিবন্ধনভুক্ত হয়।২০২১ সালে উত্তরবঙ্গ প্রতিদিন Trusted Site Certificate এবং DMCA সার্টিফিকেট পায়।