সোনাতলাসহ বগুড়ার ৩ উপজেলা বন্যা প্লাবিত
সোনাতলাসহ বগুড়ার ৩ উপজেলা বন্যা প্লাবিত

সোনাতলাসহ বগুড়ার ৩ উপজেলা বন্যা প্লাবিত

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

বগুড়া প্রতিনিধি। উত্তরবঙ্গ প্রতিদিন :: বগুড়ায় চলতি বছরের বন্যায় এপর্যন্ত সাড়ে ৪ শ’ হেক্টর জমির ফসল ডুবে বিনষ্ট হয়েছে বলে জানা গেছে। বন্যা কবলিত ৩ উপজেলা সোনাতলা, সারিয়াকান্দি এবং ধুনট উপজেলার যমুনা ও বাঙালি নদীর তীরবর্তী এলাকার পাট,আউশ,আমন ও গাইঞ্জা জাতের বীজতলা, মরিচ সহ শাক সবজি পানির নিচে ডুবে বিনষ্ট হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ধুনট উপজেলায়। যমুনার পানি বাড়ায় বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার ২৮টি প্রাথমিক এবং দুটি মাধ্যমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে। এ ছাড়া দুর্গম চরে মানিকদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভাঙ্গুরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন যমুনার ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে।

উপজেলা কৃষি অফিস সুত্রের খবর মোতাবেক আড়াইশ হেক্টর জমির ফসল ডুবে বিনষ্ট হয়েছে। সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলায় ২ শ’ হেক্টর জমির ফসল ডুবে বিনষ্ট হয়েছে।

বগুড়ায় কৃষি সম্প্রসারন বিভাগের উপ পরিচালক দুলাল হোসেন জানিয়েছেন, টাকার অংক এখনও নির্ধারন করা হয়নি তবে এই অংক ৫০ কোটি ছাড়াতে পারে বলে মনে করেন তিনি।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.