সোমালিয়ার বিখ্যাত সাংবাদিককে আত্মঘাতী বোমা হামলায় হত্যা
সোমালিয়ার বিখ্যাত সাংবাদিককে আত্মঘাতী বোমা হামলায় হত্যা

সোমালিয়ার বিখ্যাত সাংবাদিককে আত্মঘাতী বোমা হামলায় হত্যা

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক রিপোর্ট।। উত্তরবঙ্গ প্রতিদিন :: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে সে দেশের সুপরিচিত একজন সাংবাদিককে আত্মঘাতী বোমা হামলায় হত্যা করা হয়েছে।

গতকাল স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটেছে।সোমালিয়ার সরকার সম্প্রচারিত রেডিও মোগাদিসুর পরিচালক ছিলেন আবিদ আজিজ মুহামুদ গুলেদ।

একটি রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর তাকে টার্গেট করে আত্মঘাতী বোমা হামলাকারী সুইসাইডাল ভেস্ট বিস্ফোরণ করে।

জানা গেছে, ওই সাংবাদিককে দীর্ঘ সময় ধরে টার্গেট করছিল ইসলামী জঙ্গি গোষ্ঠী আল-শাবাব। অবশেষে গতকাল শনিবার তিনি জঙ্গিদের হামলার শিকার হন।

এরই মধ্যে আত্মঘাতী হামলায় সাংবাদিক গুলেদকে হত্যার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আল-শাবাব।

জানা গেছে, আত্মঘাতী হামলার ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন হলেন সোমালি ন্যাশনাল টেলিভিশনের শারমার্ক মুহামেদ ওয়ারসামি এবং অন্যজন হলেন গাড়ির চালক।


News Source : wiki  BSS BBC  Ref: Uttorbongo Protidin 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.