Smuggler_police_constable_jisan_rmp
মাদক সিন্ডিকেট থেকে ভারতীয় ‘র’ কার সাথে সম্পর্ক নেই পুলিশ কন্সটেবল জিশানের

মাদক সিন্ডিকেট থেকে ভারতীয় ‘র’ কার সাথে সম্পর্ক নেই পুলিশ কন্সটেবল জিশানের ( ভিডিওসহ )

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

ষ্টাফ রিপোর্টার || উত্তরবঙ্গ প্রতিদিন :: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর প্রধান উপদেষ্টাসহ উপদেস্টা পরিষদ দূর্নীতিবাজ ও অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকা পুলিশের নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত পুলিশ সদস্যের শাস্তির আওতায় নিয়ে এসেছেন। কিন্তু এমতবস্থায় এমন কিছু পুলিশ সদস্যের সন্ধান পাওয়া গেছে যারা মাদক সিন্ডিকেটের গডফাদার বনে গেছেন।

 

 

আবার কোন কোন পুলিশ সদস্য ভারতীয় র’ এজেন্টদের সাথে সম্পৃক্ত আছে বলেও অভিযোগ জানাচ্ছে খোদ এলাকাবাসী। সেই সাথে ভারতীয় র’ এজেন্টদের সাথে অডিও, ভিডিও ও ছবির প্রমান পর্যন্ত দিচ্ছে এলাকাবাসী। তাছাড়াও ২০২০ সালে হত্যা মামলার আসামী হয়েছিলেন পুলিশ কন্সটেবল জিশান। পরবর্তীতে ঐ হত্যা মামলা তদন্ত পিবিআই পর্যন্ত গড়ায়।

 

ঠিক এমনই একজন পুলিশ সদস্যের সন্ধান পাওয়া গেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে। ঐ পুলিশ সদস্যের নাম ওয়াহেদুন নবী ওরফে জিশান। পুলিশ কন্সটেবল ওয়াহেদুন নবী ওরফে জিশান এহেন অপকর্ম নেই যার সাথে লিপ্ত নেই। তবে রাজশাহী দামকুড়া থানাধীন গহমাবোনা এলাকার শত শত মানুষের দাবি পুলিশ কন্সটেবল ওয়াহেদুন নবী ওরফে জিশান পুলিশে যোগদান করার পর থেকেই এলাকায় গড়ে তোলেন মাদক সিন্ডিকেট। আর এই সিন্ডিকেটে এলাকার যুবকদের বিভিন্ন হয়রানীমুলক মামলায় ফাঁসিয়ে নিজের সিন্ডিকেটে নিয়ে আসেন।

Drug_dealer_police_constable_jisan.jpg
ভারতীয় বিএসএফ এর সাথে জিশানের গোপন বৈঠকের ছবি

 

সম্প্রতি গত ০১/০৯/২০২৪ ইং তারিখে  রাজশাহী দামকুড়া থানাধীন গহমাবোনা এলাকার কৃষক নাদের আলীর ছেলে নৌকা চালক রুবেলকে পুলিশ কন্সটেবল ওয়াহেদুন নবী ওরফে জিশানের নেতৃত্বে রাজন, মোরতুজা, নিশান, তুহিন, তাজবির, আঙ্গুর ও সেলিম দেশীয় ধারালো অস্ত্র হাঁসুয়া, চাপাতি ও রামদা দিয়ে কুপিয়েছে। এ ঘটনায় এলাকাবাসী তৎক্ষনাৎ নৌকা চালক রুবেলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নং ওয়ার্ডে ভর্তি করে। 

 

police_constable_jisan_attack.jpg
পুলিশ কনস্টেবল জিসান বাহিনীর হামলায় আহত রুবেল  ও ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর রাজশাহী মেট্রোপলিটন পুলিশ  বরাবর লিখিত অভিযোগ 

 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নং ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক জানান – হাঁসুয়ার আঘাতে রুবেলের বাম চোখে ক্ষতের সৃস্টি হয়েছে এবং চাপাতির আঘাতে রুবেলের বাম হাতের পুরোটাই ১৪ থেকে ১৫ ইঞ্চি ক্ষত হয়েছে এবং কয়েকটি ভেইন অর্থাৎ রগ কেটে গিয়েছে। তবে অপারেশনের পর বলা যাবে রুবেলের বাম হাত কাজ করবে কিনা। উক্ত ঘটনায় রাজশাহী দামকুড়া থানায় মামলা দায়ের হয়েছে যার মামলা নং ১ এবং তারিখ – ০৩/০৯/২০২৪ ইং। 

 

সরেজমিন অনুসন্ধানে গিয়ে এই মামলা সম্পর্কে জানা যায়, রাজশাহী খড়চকা বিজিবি ক্যাম্পের সদস্যরা পদ্মা নদীতে মাদক উদ্ধারের জন্য ১লা সেপ্টেম্বর ভোর আনুমানিক ৪টার দিকে নৌকার মাঝি রুবেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এসময় তার নৌকাতে করে নদীতে অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র উদ্ধার করে এবং মাদক কারবারীরা সাঁতার কেটে পালিয়ে যায়। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই পুলিশ কন্সটেবল ওয়াহেদুন নবী ওরফে জিশানের নেতৃত্বে হত্যা চেস্টা চালানো হয় নৌকার মাঝি রুবেলের উপর। পরবর্তীতে জানা যায়, উদ্ধারকৃত ফেন্সিডিল ও অস্ত্র ছিল পুলিশ কন্সটেবল জিশানের।

 

এদিকে রাজশাহী দামকুড়া থানাধীন গহমাবোনা এলাকার এলাকাবাসী একাট্টা হয়ে প্রমানসহ   অভিযোগ জানিয়েছে – যেহেতু গহমাবোনা এলাকা পদ্মা নদীর ধারে এবং ভারতীয় বর্ডার নদীর ঐপাশে বিধায় যখন তখন ভারতীয় বিএসএফের সাথে নৌকা নিয়ে গিয়ে গোপন বৈঠক করেন পুলিশ কন্সটেবল জিশান। যার প্রমান হিসেবে গোপনে ছবিও তুলে রেখেছিল এলাকাবাসী।

police_constable_jisan_with_ashad_mp.jpg
২০২৪ সালের ৪ আগস্ট বিকাল চারটার সময় রাজশাহীর পবা মোহনপুর আসনের এমপি আসাদের সাথে পুলিশ কনস্টেবল জিসান

এছাড়াও ২০২৪ সালের ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজশাহী সিটি কর্পোরেশনের ডিউটিরত ছিল পুলিশ কন্সটেবল ওয়াহেদুন নবী ওরফে জিশান। ঐ সময় পুলিশের গ্রেনেডের নিক্ষেপের দ্বায়িত্বে ছিল জিশানের কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানায় ছাত্রলীগের কাছ থেকে অস্ত্র নিয়ে ছাত্রদের উপর গুলি চালিয়েছিল পুলিশ কনস্টেবল জিশান। অত্র এলাকাবাসী আরো জানায় পুলিশ কনস্টেবল জিসানের বিরুদ্ধে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর অভিযোগ দিয়েও এলাকাবাসী কোন সুফল পায়নি। 

 

পুলিশ কন্সটেবল ওয়াহেদুন নবী ওরফে জিশানের বিরুদ্ধে আরোও অভিযোগ রয়েছে যে, রাজশাহী মহানগর ও জেলার আওয়ামী লীগ নেতাদের রাতারাতি নৌকা দিয়ে পার করে ভারতে পৌঁছে দিয়েছেন। এসকল ঘটনার প্রত্যক্ষদর্শী খোদ এলাকাবাসী। বিধায় দামকুড়া থানার গহমাবোনা এলাকায় এমন অবস্থা বিরাজমান যে বিক্ষুব্ধ এলাকাবাসী যেকোনো সময় জিসান কিংবা জিসানের বাড়ি পুড়িয়ে দিতে পারে বলেও আশঙ্কা করছেন কেউ কেউ। অন্যদিকে ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি জানিয়ে এবং পুলিশ কন্সটেবল জিশানের বিচার চেয়ে এলাকাবাসী পুনরায় ২০২৪ সালের ০৪/০৯/২০২৪ তারিখে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর অভিযোগ দাখিল করেছে। 

 

তবে রাজশাহীর সুশীল সমাজসহ অভিজ্ঞরা বলছেন – যে পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক কারবার, দেশের তথ্য পাচারসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর গুলি বর্ষনের অভিযোগ রয়েছে প্রয়োজনে সুষ্ঠ গোয়েন্দা তথ্যের অনুসন্ধানের মাধ্যমে তাকে চাকরী থেকে অব্যহতি দেয়া উচিৎ।  

 

লাইভ ভিডিওতে দেখুন কি বলছেন রাজশাহীর পুলিশ কনস্টেবল জিসানের এলাকাবাসী  – ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন –

https://fb.watch/use0a9PSC2/

 

 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.