sixty-age-woman-was-beaten-with-bamboo-and-attempted-to-murder
রাজশাহীর বালিয়ায় বাঁশ দিয়ে পিটিয়ে ষাটোর্ধ বৃদ্ধার শালীনতাহানি করে বাড়িঘর দখলের চেস্টা

রাজশাহীর বালিয়ায় বাঁশ দিয়ে পিটিয়ে ষাটোর্ধ বৃদ্ধার শালীনতাহানি করে বাড়িঘর দখলের চেস্টা (ভিডিওসহ)

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন ::  রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানাধীন দক্ষিন বালিয়ার মোড় এলাকায় অসহায় এক ষাটোর্ধ বৃদ্ধা নারীর বসত বাড়িতে ভাংচুর চালিয়ে দখলের চেষ্টা করেছে একটি প্রভাবশালী কুচক্রী মহল।শনিবার দুপুর আনুমানিক ১ টার দিকে  তাদের বসতবাড়িতে হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে এলাকাবাসীর কয়েকটি সূত্র। হামলার সময় ঐ বাড়িতে শুধুমাত্র বৃদ্ধা ও তার ছেলের বউ অবস্থান করছিলেন। ঐ সময়  ১।  তৌহিদুল রানা রয়েল, বাবা মৃত গান্দু ( ট্রাক ড্রাইভার)  ২। জহির ওরফে জহুরুল -বাবা মৃত গান্দু ৩। ঈসমাইল – (টালী মিস্ত্রী)  পিতা- আজাদ ৪।সোহেল ( রাজমিস্ত্রী) – বাবা মৃত গান্দু  ৫। রয়েলের ছেলে নিরব (পাইপ মিস্ত্রি) নামের সন্ত্রাসীরা বৃদ্ধাকে ও বৃদ্ধার ছেলের বউকে লাঞ্চিত করে।

 

 

বাড়িতে কোন ছেলে মানুষ কিংবা পুরুষ মানুষ না থাকার সুবাধে স্থানীয় এই চক্রটি হাঁসুয়া, দা, রামদা দিয়ে বাড়ির সম্মুখ গেটে কোপাতে কোপাতে সদর দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে। আরোও উল্লেখ্য যে, এই ঘটনা ঘটার ২ দিন আগে রয়েল ও ঈসমাইল বৃদ্ধা পারুলকে কে উচ্চস্বরে গালি গালাজ ও ইট পাটকেল ছুঁড়ে মারে। বিধায় বৃদ্ধা পারুল  ০২/০২/২০২৩ ইং তারিখে কাশিয়াডাঙ্গা থানায় একটি অবিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর থানা রয়েল, জহির ওরফে জহুরুল, ঈসমাইল, সোহেল ও নিরবকে সতর্ক করলে রয়েল, জহির ওরফে জহুরুল, ঈসমাইল, সোহেল ও নিরব  উল্টো থানা পুলিশকেই ভয় দেখায় এ বিষয়ে বেশী বাড়াবাড়ি না করার জন্য। 

 

এরই ধারাবাহিকতা বজায় রাখতে ও শক্তি প্রদর্শন করতে রয়েল, জহির ওরফে জহুরুল, ঈসমাইল, সোহেল ও নিরব দলবল নিয়ে বৃদ্ধা পারুলের বাড়ি ভাঙ্গচুর করে বৃদ্ধাকে আহত করে বাড়ি ছাড়ার হুমকি দেয়। এসময় উক্ত বাড়িতে দুপুরে খেতে আসা বৃদ্ধা পারুল বেগমের স্বামী মাহাবুলকেও পেটাতে থাকে। এক পর্যায়ে এই সন্ত্রাসীরা বৃদ্ধা পারুল ও বৃদ্ধা পারুলের ছেলের বউয়েত শালীনতা হানি করার চেস্টা ও করে।

 

 

 

এরই এক পর্যায়ে বৃদ্ধা পারুল আহত অবস্থায় একটি ঘরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দেয় এবং ঐ ঘরে থাকা ছেলের বউয়ের মোবাইল থেকে ৯৯৯ এ ফোন দিলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানা পুলিশ সাথে সাথেই  ঘটনাস্থলে পৌঁছায়। উক্ত সময় পুলিশের উপস্থিতি  টের পেয়ে রয়েল, জহির ওরফে জহুরুল, ঈসমাইল, সোহেল ও নিরব  ঘটনাস্থলে থেকে পালিয়ে যায়। এসময় কাশিয়াডাঙ্গা থানা পুলিশের এসআই মোস্তারি সহ অন্যন্য পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যেতে সক্ষম হয়।

 

 

 

 ঐ বৃদ্ধা মহিলার নাম পারুল বেগম এবং বৃদ্ধা পারুল বেগমের স্বামীর নাম মাহাবুল ইসলাম। মাহাবুল ইসলাম পেশায় কাঠুরিয়া। তাদের সন্তানের নাম সাহাবুল। সাহাবুল অটোরিক্সা চালক। 

 

উক্ত ঘটনার সত্যতা জানতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের ওসি   কে ফোন দিলে তিনি জানান বিষয়টি অনুসন্ধানের জন্য উক্ত থানার এস আই মিজানুর রজমান মিজানকে দ্বায়িত্ব দেয়া হয়েছে।

 

 

পরবর্তীতে সার্বিক ঘটনা জানতে এসআই মিজানের সাথে  মুঠোফোনে যোগাযোগ করলে এসআই মিজান জানান অভিযোগ তো দুইদিন আগেই একটা লেখা রয়েছে এবং বাড়ি ভাংচুরের ঘটনাও আমরা লিপিবদ্ধ করেছি। ঘটনা পুরাটাই সত্য। তবে ওসি স্যার নির্দেশ দিলেই মামলা এন্ট্রি হবে।

 

উক্ত বিষয়ে সার্বিক খবরাখবর নিতে রাজশাহী শহর রক্ষ সংগ্রাম পরিষদের আহবায়ক জামাত খান ঘটনাস্থলে যান এবং সরেজমিন বৃদ্ধার সাথে কথাবার্তা বলেন এবং এতকিছু ঘটনা ঘটার পরও থানার যথাযথ পদক্ষেপ না নেয়াকে অবহেলা বলে উল্লেখ করেন। তবে তিনি বলেন – নবনিযুক্ত পুলিশ কমিশনার অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। আশা করি আপনারা ন্যায় বিচার পাবেন।


ভিডিও দেখুন

https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//m.youtube.com/watch?v=YwgwrNJJK_o


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.