SI-Taj-Pulsar-bought-from-Shibir-jpgSI-Taj-Pulsar-bought-from-Shibir
রাজশাহীতে শিবির ক্যাডারের টাকায় এসআই তাজের পালসার বিলাস

রাজশাহীতে শিবির ক্যাডারের টাকায় এসআই তাজের পালসার বিলাস

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন ::  ❝ রাজশাহী মতিহার অঞ্চলের মাদক মাফিয়ারা আবার সক্রিয় ❞ এই প্রতিবেদনটি উত্তরবঙ্গ প্রতিদিনসহ বেশ কয়েক স্থানীয় ও জাতীয় গনমাধ্যমে সংবাদটি এক যোগে প্রকাশ হয়।কিন্তু কিছুতেই বোঝা যাচ্ছিলনা কি কারনে রাজশাহী মতিহারের মাদক মাফিয়ারা পূনরায় সক্রিয়  হয়েছে। তবে অনুসন্ধানে যা উঠে এসেছে তা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করতে যথেস্ট। তবে ১/২  জন দুর্নীতিবাজ পুলিশ সদস্যদের কর্মকান্ডকে সমগ্র পুলিশ বাহিনীর উপর দোষারপ করা সমীচীন নয় বলে মনে করে বিশেষজ্ঞ মহল।

 

 

তবে সরেজমিন অনুসন্ধানে রাজশাহীর মতিহার থানায়  চলতি বছরের মাদক মামলা বিষয়ক তথ্য নিতে গিয়ে দেখা মিলল ঘুষ আর দূর্নীতিবাজ এক পুলিশ অফিসারের ৭ কাহন। আর এই পুলিশ অফিসারের নাম এসআই তাজউদ্দীন ওরফে তাজ। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানার সেকেন্ড অফিসারের দ্বায়িত্ব পালন করছেন। এর আগে এসআই তাজ রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় ছিলেন।

 

🔺  মামলা বাণিজ্য 

চলতি বছরের জুলাই মাসে শিবিরকর্মী শিহাবের নামে মামলা হওয়ায় উক্ত মামলায় ধারা কমানোর শর্তে ও ভালো পুলিশি রিপোর্ট দেয়ার অজুহাতে ১টি পালসার মোটরসাইকেল ডিমান্ড করেন। পরিশেষে সেই শর্ত অনুযায়ী শিবির কর্মী শিহাব এসআই তাজকে পালসার মোটরসাইকেল কিনে দেন।

 

 

 

🔺 বালু মহাল বাণিজ্য 

এরপর রাজশাহী মতিহারের শ্যামপুর বালু মহাল চালু হলে সেখানেও এসআই তাজ বালু মহালের কাছে টাকা দাবি করেন। এরই এক পর্যায়ে বালু মহালের একজন শরীক যার নাম নজরুল, তিনি এসআই তাজকে ৮০ হাজার টাকা প্রদান করেন।

 

 

 

🔺 এসআই তাজের মাদক মাফিয়া বানিজ্য

মাদক চোরাচালানে যুক্ত নতুন নতুন মাদক ব্যবসায়ীদের সবার চোখের আড়ালে রাখতে মাদক মাফিয়ার এজেন্ট হয়ে কাজ করছেন এসআই তাজ । আবার বড় বড় মাদক ব্যবসায়ীদের নাম বাদ দিয়ে তালিকা মাঝে মাঝে হালনাগাদও করেন । খোঁজ নিয়ে দেখা গেছে, অধিকাংশ ক্ষেত্রে ৪টি উদ্দেশ্যকে সামনে রেখে তিনি সেকেন্ড অফিসার হিসেবে তার টিম নিয়ে  অভিযান করে থাকেন । আর অভিযানের অন্যতম ১ম উদ্দেশ্যই থাকে মাদক ব্যবসায়ীদের জানান দিয়ে তাদের সঙ্গে যোগাযোগের স্থাপন করা। 

 

২য় উদ্দেশ্য হল এসব অভিযানে আটক বা জব্দ হওয়া হেরোইন ইয়াবা ও ফেনসিডিল আটকের পর গায়েব করে দিয়ে পুনরায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়া। 

 

৩য় উদ্দেশ্য হল নকল হেরোইন, ইয়াবা ও ফেনসিডিলের বোতলে পানি ভরে নকল মাদক দিয়ে মামলা দেখানো যাতে সংশ্লিষ্ট বিভাগসহ জনসাধারণ মনে করতে পারে মাদকবিরোধী অভিযান সফল হচ্ছে। 

 

৪র্থ উদ্দেশ্য হল আটক বা জব্দ মাদকের সঙ্গে আটক ব্যক্তির (অধিকাংশ ক্ষেত্রে বাহক বা কামলা) স্বীকারোক্তির কথা বলে বড় বড় মাদক ব্যবসায়ীদের ফোন করে জানানো যে আটক ব্যক্তি জানিয়েছে যে সে আটক মালের মালিক। মাদকেত মালিক হিসেবে তাকে পলাতক আসামি করা হবে মর্মে হাঁকা হয় বিপুল অঙ্কের টাকা। টাকা না দিলে পলাতক আসামি করা হয়। অধিকাংশ ক্ষেত্রে বড় মাদক ব্যবসায়ীরা টাকা দিয়ে এসআই তাজের সঙ্গে সমঝোতা করে। 

 

এক্ষেত্রে এসআই তাজ আটক ব্যক্তির সঙ্গে জব্দ করা হেরোইন বদল করে নকল হেরোইন দিয়ে আদালতে নমুনা পাঠায়। ফলে কেমিক্যাল পরীক্ষায় আটক মাদক নকল বলে প্রমাণিত হয়।

 

🔺 মাদক মাফিয়াদের সাথে প্রমানযোগ্য ঘটনা ১  

গেল কয়েক মাস আগে অর্থাৎ গত ৬ই জুলাই ২০২২ তারিখে বিনোদপুর বাজার এলাকায় শান্তিনীড় ছাত্রাবাসে বরজাহান দেশী বিদেশী মদ ও ফেন্সিডিল বিক্রি করত। যার ফলে পুলিশ হানা দিলে বরজাহান পালিয়ে যায় এবং পুলিশ উক্ত ছাত্রাবাস থেকে মাদক উদ্ধারে সক্ষম হয় এবং পলাতক আসামী হিসেবে বরজাহানের নামে পলাতক মামলা হয়। যাহার মামলা নং – ৩ মামলার তারিখ: ০৭/০৭/২০২২ইং। 

 

কিন্তু পরবর্তীতে পলাতক আসামী বরজাহানকে রাজশাহী মতিহার জোনের ডিসির নির্দেশে পুনরায় মতিহার থানা পুলিশ গ্রেফতার করতে গেলে সেখানে বাধা দিয়ে বসেন এসআই তাজউদ্দীন তাজ। এসময় রাজশাহী মতিহারের ডিসি বিভূতিভূষণ ঐ পুলিশের টিমকে এসআই তাজউদ্দীনকে গ্রেফতারের নির্দেশ দেন। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে বেঁচে যান এসআই তাজ। উক্ত ঘটনার পর কয়েকমাস চুপচাপ থাকেন এসআই তাজ। 

 

🔺 মাদক মাফিয়াদের সাথে প্রমানযোগ্য ঘটনা ২  

এরপর কয়েকমাস যেতেই মতিহার জোনের ডিসি পরিবর্তন হলে কুখ্যাত মাদক ব্যবসায়ী কাঁদোর বাড়িতে মতিহার থানা পুলিশ পুনরায় হানা দিলে সেখানেও বাধ সাজেন  এসআই তাজ। এবং পুলিশের ঐ টিমকে সেখান থেকে যেতে বাধ্য করেন এসআই তাজউদ্দীন তাজ।উক্ত ঘটনাটি এলাকার সাবেক কাউন্সিলরসহ অনেকেই প্রত্যক্ষদর্শী ছিলেন। অবশ্য মাদক ব্যবসায়ী কাঁদোকে ধর্ম বোন পাতিয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসির কয়েকজন। এছাড়া নাম না প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন বিশিষ্ট ব্যাক্তিবর্গ জানিয়েছেন – এসআই তাজ কাঁদোর কাছে মাসিক ১০ হাজার টাকা নেন। তাই তো কাঁদোকে কেউ গ্রেফতার করতে পারেনা।

 

 

অন্যদিকে মতিহারের গাঁজা ব্যবসায়ী  লিলি,পলি ও হাবিলের কাছে নিয়মিত মাসোয়ারা গ্রহন। ছাড়াও যাদের সহযোগীতা করেন তারা হলেন – 

 

গডফাদার আক্কাস আলী, পিতা- মৃত ইমরান আলী (১৭ টি মাদক মামলা)

  মাদক কারবারী শহিদুল ইসলাম পিতা- মো সাজু (৭টি মামলা)

মাদক কারবারী নবাব আলী পিতা- মৃত ইমাজ উদ্দিন ( ৮টি মামলা)

মাদক কারবারী রবিউল ইসলাম, পিতা মৃত ইমরান (৫ টি মাদক মামলা)

মাদক কারবারী বেলাল পিতা- মৃত দুলাল ( ৩টি মাদক মামলা)

মাদক কারবারী মানিক, পিতা শুকুর আলী ( ৪টি মাদক মামলা ও পুলিশকে হত্যার চেস্টা )

মাদক কারবারী আল আমিন, পিতা আসরাফ আলী! ( টি মাদক মামলা)

মাদক কারবারী  সম্রাট আলী, পিতা- জিন্নাত আলী। ( টি মাদক মামলা)

মাদক কারবারী জামাল  (খানপুরের গডফাদার) ( টি মাদক মামলা)

 

তবে সার্বিক বিষয়ে জানতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানার সেকেন্ড অফিসার এসআই তাজউদ্দীন ওরফে তাজের সাথে  ০১৭৩৫১২৮৩৮৪ নাম্বারে যোগাযোগ করার চেস্টা করা হলে উত্তরবঙ্গ প্রতিদিনকে এসআই তাজউদ্দীন জানান – আমার এক বড় ভাই আমাকে পালসার গাড়িটি কিনে দিয়েছেন।এ সময় তার বড় ভাই নাম জানতে চাইলে তিনি এড়িয়ে যান এবং ফোন কেটে দেন।

 

এসআই তাজউদ্দীন তাজের বিরুদ্ধে পূর্বে প্রকাশিত সংবাদের লিংকসমূহ 

 

আরএমপির কাশিয়াডাঙ্গা থানার এসআই তাজের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

https://bijoybangla.news/2021/07/09/%e0%a6%86%e0%a6%b0%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a1%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%a5%e0%a6%be/

 

অর্থ আত্মসাত ও ঘুষ বাণিজ্যের রাজা, এস আই তাজ-দৈনিক বাংলার অধিকার

https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//dainikbanglarodhikar.com/2021/07/07/%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5-%E0%A6%86%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%93-%E0%A6%98%E0%A7%81%E0%A6%B7-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A3%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D/

 

কাশিয়াডাঙ্গা থানার এসআই তাজের বিরুদ্ধে গ্রেফতার বানিজ্যের অভিযোগ

Link: https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//dailynewsbangla.com/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%86%E0%A6%87/

 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.