Sheikh Kamal wins seven medals in Rajshahi Division in 2nd Youth Taekwondo Competition
শেখ কামাল ২য় যুব তায়কোয়ানদো প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের সাতটি পদক জয়

শেখ কামাল ২য় যুব তায়কোয়ানদো প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের সাতটি পদক জয়

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

রমজান আলী, উত্তরবঙ্গ প্রতিদিন :: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ সমাপ্তি হলো শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস তায়কোয়ানদো প্রতিযোগিতা ২০২৩।

 

জাতীয় ক্রীড়া পরিষদ এর জিমনেসিয়ামে গত ২৬,২৭ ও ২৮ ফেব্রুয়ারি এই তিন দিনব্যাপী তায়কোয়ানদো যুব খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মহিলা ফাইট ইভেন্টে(-৪২)কেজিতে—লাইলাতুল ফেরদৌস খুশবু (স্বর্ণ), (-৪৪) কেজিতে —সুমাইয়া খাতুন (রৌপ্য), (-৪৬)কেজিতে—রুফাইদা আনসারীয়া (তাম্র),(-৪৯) কেজিতে— মৃদোলা ফারজানা (রৌপ্য) এবং (+৫২) কেজিতে —নাফিসা তাবাসসুম (স্বর্ণ) পদক অর্জন করেন। এছাড়াও তায়কোয়ানদো পুমসে পেয়ার ইভেন্টে— সুমাইয়া খাতুন ও মোঃ কামরুল খান তাম্র পদক অর্জন করে। 

 

শেখ কামাল ২য়  বাংলাদেশ যুব গেমস ২০২৩ তায়কোয়ানদো প্রতিযোগিতায় রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা ২ টি স্বর্ণ, ২ টি রৌপ্য ও ৩ টি তাম্র পদক অর্জন করে। 

উক্ত তায়কোয়ানদো খেলায় রাজশাহী বিভাগীয় ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন —মোঃ মোজাফফর হোসেন বুলু (রাজশাহী তায়কোয়ানদো দোজাং এর  প্রধান প্রশিক্ষক ও সাধারণ সম্পাদক)  এবং প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন— মোঃ বাবুল হোসেন।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.