প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৪, ৪:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৩, ১০:০৫ অপরাহ্ণ
শবেবরাত রাতে রাজশাহী মহানগরীতে যা করতে পারবেননা
স্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন :: পবিত্র শবে বরাত উপলক্ষে রাজশাহী মেট্টোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তর থেকে মহানগরবাসীর উদ্দেশে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। আরএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম জানান, শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে আগামীকাল ৭ মার্চ দিনগত রাত থেকে রাজশাহী মহানগরীতে সকল অস্ত্র, বিস্ফোরকদ্রব্য, পটকা, আতশবাজিসহ অন্যান্য ক্ষতিকারক ও দোষণীয় দ্রব্য বহন, ফোটানো নিষিদ্ধ করা হয়েছে।
মিডিয়া মূখপাত্র রফিকুল আলম আরোও জানান, রাজশাহী মেট্টোপলিটন পুলিশ (আরএমপি) অধ্যাদেশ- ১৯৯২ এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতা বলে শবে বরাতের পবিত্রতা রক্ষায়- রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনিসুর রহমান এই নির্দেশনা জারি করেছেন। তবে এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com
উত্তরবঙ্গ প্রতিদিন Google Business And Google News Verified একটি প্রতিষ্ঠান। ২০২০ সালে উত্তরবঙ্গ প্রতিদিন উইকিপিডিয়ার নিবন্ধনভুক্ত হয়।২০২১ সালে উত্তরবঙ্গ প্রতিদিন Trusted Site Certificate এবং DMCA সার্টিফিকেট পায়।