স্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন:: রাজশাহীর এক সিনিয়র সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগে পশ্চিমাঞ্চল রেলওয়ের এক ঠিকাদারের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। শনিবার রাজশাহী রেলওয়ে থানায় এই জিডি (জিডি নং ৫১৭) দায়ের করেন এটিএন বাংলার স্টাফ রিপোর্টার সুজাউদ্দীন ছোটন।
পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আফজাল হোসেনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগ তুলে আশরাফ বাবু নামের এক ঠিকাদার মোবাইল ফোনে এ হুমকি দেয় বলে সুজাউদ্দীন ছোটন জিডিতে অভিযোগ করেছেন।
থানায় দায়ের করা জিডিতে সাংবাদিক ছোটন অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে জরুরি কাজে সাংবাদিক ছোটন রাজশাহী রেলওয়ে থানার ওসির চেম্বারে ছিলেন। রাত ১১টা ৪ মিনিটে পাকশি রেলওয়ের ঠিকাদার আশরাফ বাবু সাংবাদিক ছোটনের মোবাইল ফোনে কল করে পশ্চিম রেলের প্রধান প্রকৌশলী আফজাল হোসেনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ এবং ফেসবুকে পোস্ট দিচ্ছেন কেন বলেন। এ সময় সাংবাদিক ছোটন এ সব কথা কে জানিয়েছে বা নিজে দেখেছেন কি না জানতে চাইলে আশরাফ বাবু উত্তেজিত হয়ে উঠে এবং এক পর্যায়ে হত্যার হুমকি দেয়। এ সময় আরও দুইজন সাংবাদিকসহ কয়েকজন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সাংবাদিক সুজাউদ্দীন ছোটন বলেন, শনিবার সকালে বিষয়টি রেলওয়ের প্রধান প্রকৌশলী আফজাল হোসেনকে জানিয়েছি এবং আইনগত ব্যবস্থা নেয়ার জন্য রেলওয়ে থানায় সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে।
রাজশাহী রেলওয়ে থানার ওসি সাঈদ ইকবাল উত্তরবঙ্গ প্রতিদিনের প্রতিবেদককে বলেন, সাংবাদিক সুজাউদ্দীন ছোটনের অভিযোগ সাধারণ ডায়েরি হিসেবে রেকর্ড করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com