ইউক্রেনে নিষিদ্ধ রুশ গান
Russian songs banned in Ukraine

ইউক্রেনে নিষিদ্ধ রুশ গান ( ভিডিওসহ )

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক ডিজিটাল ডেস্ক রিপোর্ট, উত্তরবঙ্গ প্রতিদিন :: ইউক্রেনে চলমান রুশ সামরিক অভিযানে দেশটির রাশিয়া বিরোধী অবস্থান প্রবল হচ্ছে। এমন পরিস্থিতিতে ইউক্রেনের পার্লামেন্ট ভারখোভনা রাদা দেশটির বিনোদন মাধ্যমে ও উন্মুক্ত স্থানে রুশ সংগীত নিষিদ্ধ করেছে। রাশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পার্লামেন্টের ওয়েবসাইটেই এমন ঘোষণা দেয়া হয়েছে।ইউক্রেনের পার্লামেন্ট সদস্য ইয়ারোস্লাভ ঝেলজনিয়াক জানিয়েছেন, ৩০৩ জন ডেপুটি এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন।

 

 

তবে এই নিষেধাজ্ঞা সেসব রুশ শিল্পীর জন্য কার্যকর হবে না, যারা প্রকাশ্যে মস্কোর সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন। তাদের সাদা তালিকায় যোগ করা হতে পারে। এই তালিকা হবে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিল দ্বারা সংকলিত এবং এর নিয়মিত হালনাগাদ হবে। এ ছাড়া রুশ ফেডারেশন, অস্থায়ীভাবে রুশ দখলকৃত ইউক্রেনীয় অঞ্চল ও রাশিয়ার মিত্র বেলারুশ থেকে বই, অন্যান্য প্রকাশনা পণ্য আমদানি ও বিতরণ নিষিদ্ধ করেছে। এই পদক্ষেপও সংসদের ৪৫০ সদস্যের মধ্যে ৩০৬ জন সমর্থন করেছেন।

 

 

দক্ষিণ ইউক্রেনের শহর নিকোলাইভের সিটি কাউন্সিলের নির্বাহী কমিটি স্কুলে রুশ ভাষা ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়ার ২ দিন পরই পার্লামেন্টে রুশ সংগীত নিষিদ্ধ করা হলো। এর আগে পশ্চিম ইউক্রেনের শহর টারনোপোলের রাস্তায় গান পরিবেশন করা সংগীতশিল্পীদের জন্য রুশ ভাষার গান নিষিদ্ধ করা হয়।

 

যদিও রুশ ভাষার বিরুদ্ধে নেয়া পদক্ষেপের সংখ্যা এখন বাড়ছে, তবে এই পদক্ষেপের শুরু মস্কোর সামরিক অভিযান শুরুর অনেক আগে থেকেই। ২০১৯-এর মার্চে, রুশ ব্যবসা, শিল্পী, সামাজিক যোগাযোগমাধ্যম, সোভিয়েত রাজনৈতিক ব্যক্তিত্বদের উল্লেখ করার কারণে প্রায় ৪০টি শিল্পকর্ম নিষিদ্ধ করেছিল।

 

সে সময় তৎকালীন ইউক্রেনীয় প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো রাষ্ট্রভাষা হিসেবে ইউক্রেনীয় ভাষার কার্যকারিতা নিশ্চিত করতে আইন পাস করেছিলেন। যদিও ইউক্রেনে প্রচুর মানুষ রুশ ভাষায় কথা বলেন। ইউক্রেনের রুশ ভাষা বিরোধী কর্মকাণ্ডের জন্য মস্কো বহু বছর ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে।

https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//m.youtube.com/watch?v=MmPTgtwuqyw


International  News Source & Ref : CNN।  BBC।  AL-JaziraAPNY TIMESGoogle News।  Yahoo news ।  Bing news    https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//wp.me/pbH2Ba-oMx

 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.