rudro-amin-editor-of-Daily-nobobarta
জনপ্রিয় কবি, গীতিকার, লেখক ও ডেইলি নববার্তার সম্পাদক রুদ্র আমিন

সাহিত্য দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক হলেন কবি, গীতিকার, লেখক রুদ্র আমিন

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

স্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন :: বাংলাদেশের জনপ্রিয় সাহিত্য পত্রিকা সাহিত্য দিগন্ত-এর নির্বাহী সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন জনপ্রিয় কবি, গীতিকার, লেখক ও ডেইলি নববার্তার সম্পাদক রুদ্র আমিন। গত ২০ মে ২০২৩ তারিখে রুদ্র আমিন সাহিত্য দিগন্ত পত্রিকাটিতে যোগদান করেন।

 

 

জনপ্রিয় কবি, গীতিকার, লেখক ও ডেইলি নববার্তার সম্পাদক রুদ্র আমিনের পরিচিতি : সমসাময়িক জনপ্রিয় কবি রুদ্র আমিন, এটি মূলত তাঁর ছদ্মনাম, তাঁর প্রকৃত নাম মোঃ আমিনুল ইসলাম রুদ্র। লেখক ও পাঠক মহলে তিনি রুদ্র আমিন নামে সর্বাধিক পরিচিত। রুদ্র আমিন ১৯৮১ সালের ১৪ জানুয়ারি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার ফুলহারা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ আব্দুল হাই ও মাতা আমেনা বেগম। পরিবারে তিন ভাইয়ের মধ্যে তিনি বড়। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা জীবন কেটেছে খাগড়াছড়ি এবং বগুড়া সদর উপজেলায়। মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি ন্যাশনাল ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (নিট) থেকে ডিপ্লোমা ইন কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন কোর্স সম্পন্ন করেন।

 

কবি পরিচয়ের পাশাপাশি গীতিকার হিসেবেও তিনি বেশ জনপ্রিয়। তাঁর ‘সখি ভালোবাসি বল’ শিরোনামের গানটির মাধ্যমে তিনি গীতিকার হিসেবে আত্মপ্রকাশ করেন। এই গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। গানে কণ্ঠ দিয়েছেন সময়ের আলোচিত শিল্পী নিধান আহমেদ। গানটি প্রকাশ পায় সাদিয়া ভিসিডি সেন্টার থেকে। এরপরে তিনি লিখেন ‘প্রেম পাগলের ভালোবাসা’ ও ‘কবর’। এই গান দুটিও ব্যাপক জনপ্রিয়তা পায়। গান দুটি প্রকাশ পায় মম মিউজিক সেন্টার থেকে। গান দুটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী নজরুল ইসলাম দয়া।

 

 

 

তিনি একাধারে কবি, গল্পকার, গীতিকার এবং সাংবাদিক। দেশের খুবই জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ডেইলি নববার্তা পত্রিকার তিনি সম্পাদক ও প্রকাশক। এ ছাড়াও তিনি ঢাকা সাহিত্য পরিষদ এর সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

রুদ্র আমিনের প্রকাশিত কাব্যগ্রন্থ :

যোগসূত্রের যন্ত্রণা (২০১৫), আমি ও আমার কবিতা (২০১৬), বিমূর্ত ভালোবাসা (২০১৮)। অধরা- সিরিজ কবিতা (২০২০)।

প্রকাশিত গল্পগ্রন্থ :

আবিরের লালজামা (২০১৭)

 

সাহিত্য দিগন্ত পত্রিকাটি তাঁর সুদক্ষ পরিচালনায় প্রসারিত ও সমৃদ্ধ হবে বলে মনে করেন পত্রিকাটির সম্পাদনা পর্ষদ। এ প্রসঙ্গে রুদ্র আমিন  জানিয়েছেন ,

সাহিত্য দিগন্ত পত্রিকা এবং ডেইলি নববার্তা পত্রিকাটি একই পরিবার ভুক্ত হয়ে আগামী দিন এক সাথে পথ চলবে। এছাড়াও সাহিত্য দিগন্ত পত্রিকার সম্পাদনা ও পরিচালনা পর্ষদকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছি।

 

রুদ্র আমিনের ফেসবুক লিংক : https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//www.facebook.com/mdaminulislam.rudra

 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.