ru-academic-building.jpg
রাবির একাডেমিক ভবনে শিক্ষার্থীদের তালা

রাবির একাডেমিক ভবনে শিক্ষার্থীদের তালা

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন ::  চারুকলা অনুষদের গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পরীক্ষার ফল বিপর্যয়ের অভিযোগ উঠেছে। এ কারণে অনুষদের প্রধান ফটকে তালা লাগিয়ে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। রোববার (২৮ আগস্ট) দুপুরে অনুষদের ফটকে তালা দিয়ে প্রায় দুই ঘণ্টা তারা এ আন্দোলন করেন। পরবর্তীতে উপাচার্যের আশ্বাসে শিক্ষার্থীরা ৭ দিনের জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিয়মিত ক্লাস না নিলেও তাদের পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষায় সবার ফল বিপর্যয় হয়েছে এবং পাঁচজন শিক্ষার্থীকে কৌশলে ফেল করানো হয়েছে। তাদের দাবি, যাদের যে বিষয়ে ফেল করানো হয়েছে সে বিষয়ে তাদের সর্বোচ্চ নম্বর পাওয়ার কথা। এ বিষয়ে শিক্ষকদের জানালে তারা কোনো কথা বলতে রাজি হননি।শিক্ষার্থীদের অভিযোগ, তাদের একটি কোর্সে করোনার বন্ধের পরে কোনো ক্লাসই হয়নি। সেখানে অন্তত সবাইকে সমান চোখে দেখার কথা। কিন্তু সে কোর্সে একজনকে ফেল করিয়ে দেওয়া হয়েছে।

 

 

নাম প্রকাশ না করার শর্তে অকৃতকার্য একজন শিক্ষার্থী বলেন, গত ৪ আগস্ট থেকে সমস্যা নিয়ে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেছি কিন্তু তারা নানা অজুহাতে আমাদের সঙ্গে কথা বলছেন না। শেষপর্যন্ত আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। আমাদের আন্দোলনটা হচ্ছে ফলাফল পুর্নমূল্যায়ন করার জন্য। পাঁচজন শিক্ষার্থীকে কেন ফেল করানো হলো এ বিষয়টা আমরা জানতে চাই। যারা ফেল করেছে এদের জীবন থেকে একটা বছর চলে যাবে এটা আমরা মানতে পারি না। যতক্ষণ না এ বিষয়টা সমাধান হচ্ছে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব।

 

 

জানতে চাইলে গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক টিএম নূরুল মোদ্দাসের চৌধুরী  উত্তরবঙ্গ প্রতিদিনকে বলেন, এ বিষয়ে আমরা বিভাগের শিক্ষকরা মিলে সভা করেছি। ফল বিপর্যয়ের ব্যাপারটি আমরা খতিয়ে দেখবো।চারুকলা অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আলী  উত্তরবঙ্গ প্রতিদিনকে বলেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রথমে সভাপতি বা আমার কাছে কোনো অফিসিয়াল অভিযোগ করা হয়নি। তারা অভিযোগ দেওয়ার আধঘণ্টার মধ্যে বিভাগের সভাপতি মিটিং ডেকেছেন এবং পরীক্ষা কমিটিকে যাচাই বাছাই করতে বলেছেন। আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। আশা করা যায় দ্রুত সমস্যা সমাধান হয়ে যাবে।


News Source: Ref:  BSS।  UP।   PNS।  BNA।  UNB ।  dbcnews ।  Google News।  Yahoo news ।  Bing news  । imdb

উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.