igp-benzir ahmmed-in-rajshahi
বর্ণাঢ্য র‌্যালি ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হলো আরএমপির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী

বর্ণাঢ্য র‌্যালি ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হলো আরএমপির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন ::  রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (১ জুলাই)। সকাল থেকে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ শুক্রবার বেলা ১১টায় রাজশাহী মহাগরের ভেড়িপাড়া মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি ড. বেনজীর আহমেদ

 

 

শোভাযাত্রাটি রাজশাহী মহানগরের ভেড়িপাড়া মোড় থেকে শুরু হয়ে পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ফাঁড়ির পুলিশ সদস্যসহ আরএমপি পুলিশের ব্যান্ড দল অংশগ্রহণ করে।

শোভাযাত্রা শুরুর আগে আইজিপি ড. বেনজীর আহমেদ বেলুন, ফেস্টুন ও কবুতর অবমুক্তকরণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন আরএমপি কমিশনার মো. আবু কালাম সিদ্দিক।

 

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা শেষে প্রধান অতিথি পুলিশ লাইন্সে বিশেষ রক্তদান কর্মসূচি, অনাবাদী জমিতে সবজি চাষের উদ্বোধন, বৃক্ষরোপণ ও মৎস্যপোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন।

   

এরপর এক আলোচনা সভায় যোগদান করে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেম – পুলিশ দেশের মানুষের প্রথম ভরসাস্থল হতে চায়। এজন্য বাংলাদেশ পুলিশের সব পর্যায়ে সদস্যদের দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে হবে।নিষ্ঠার সঙ্গে দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে। সর্বোচ্চ আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। দেশটাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদেরও।

 

igp-benzir ahmmed-in-rajshahi
পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ

পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি সব সময় বলেন পুলিশ হচ্ছে- মানুষের শেষ ভরসাস্থল। কিন্তু আমরা প্রথম ভরসাস্থল হতে চাই। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে সঙ্গে এখন অর্থনৈতিক অপরাধও বেড়েছে। এর পশাপাশি বেড়েছে সাইবার ক্রাইম।  

 

তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বাংলাদেশের বিশাল ঐতিহ্য ও ইতিহাস রয়েছে। কিন্তু মধ্যে মধ্যেই আমরা লক্ষ্য করি যে, দেশে ধর্মীয় উগ্রবাদের উন্মেষ ঘটানোর অপপ্রয়াস হয়। কিন্তু আমরা বলতে চাই- এই দেশটা ধর্মীয় উগ্রবাদের জন্য নয়। আমরা বারবারই সবাই মিলে এই ধর্মীয় উগ্রবাদকে মোকাবিলা করেছি। তাই মাথা চাড়া দিয়ে লাভ হবে না। এই দেশের মানুষ ঝগড়া-ফ্যাসাদ পছন্দ করেন না। তাই কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দেওয়া হবে না।

 

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি আবু হাসান মোহম্মদ তারিক, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন। এছাড়া অন্যান্যের মধ্যে আরএমপি ও রাজশাহী রেঞ্জ পুলিশের বিভিন্ন জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

এদিকে বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সে পুলিশ সমাবেশ, খেলাধুলা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরএমপি’র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রকাশিত “অগ্রযাত্রায় আরএমপি” এর মোড়ক উম্মোচন করা হয়।


News Source: Ref:  BSS  UP   PNS  BNA  UNB   dbcnews   Google News  Yahoo news   Bing news      shortlink: https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//wp.me/pbH2Ba-oRi

 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.