
নিজস্ব প্রতিবেদক । উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার তালাইমারি রানীনগর এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্রসহ মো. লিখন ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গ্রেপ্তারকৃত লিখন রাজশাহী মহানগরীর রানীনগর এলাকার জালাল উদ্দিনের ছেলে।
গত ২২ অক্টোবর ২০২৫ সন্ধ্যায় রাজশাহী বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে এসআই মোসা. বিলকিস খাতুনের নেতৃত্বে পুলিশের একটি দল মোবাইল ডিউটি করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, লিখন ইসলাম তার দোকানের সামনে অবৈধ অস্ত্র দিয়ে স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শন করছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ সন্ধ্যা সাড়ে ৬টায় রানীনগর এলাকায় অভিযান চালিয়ে লিখনকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে ৩০ ইঞ্চি লম্বা একটি তলোয়ার উদ্ধার করে।
গ্রেপ্তারের পর লিখনের বিরুদ্ধে অস্ত্র আইনে রাজশাহী বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
