rmp_police_and_rajshahi_district_police_with_igp
বর্ণাঢ্য আয়োজনে আরএমপি'র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বর্ণাঢ্য আয়োজনে আরএমপি’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

ষ্টাফ রিপোর্টার || উত্তরবঙ্গ প্রতিদিন ::  শৃঙ্খলা, সেবা ও নিরাপত্তায় ৩২ বছর, এই স্লোগানে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী।

 

এ উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আজ মঙ্গলবার ২ জুলাই ২০২৪ সকাল সাড়ে ১১ টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে আলোচনা সভার আয়োজন করে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ।

 

এসময় প্রধান অতিথি আরএমপি’র প্রতিষ্ঠাবার্ষিকী’র কেট কাটেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকা ‘দৌবারিক’-এর মোড়ক উন্মোচন করেন। এরপর আরএমপি’র ৩২ বছরের ইতিহাস ও সাফল্য নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম। এসময় পুলিশ কমিশনার প্রধান অতিথি-সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন।

 

এছাড়াও রাজশাহী মেট্রোপলিটন পুলিশরাজশাহী জেলা পুলিশের সম্মিলিত আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৪ সম্পন্ন হয়েছে। 

 

উক্ত অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। উক্ত সময় অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

এসময় আরও উপস্থিত ছিলেন কবিতা সরকার, সভানেত্রী, আরএমপি, অ্যাডভোকেট ফাতেমা তুজ্জহুরা (শ্যামলী), সাবেক সংসদ সদস্য ও উপদেষ্টা, পুনাক, রাজশাহী রেঞ্জ ও কামরুন নাহার, সভানেত্রী, পুনাক, রাজশাহী জেলা, বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম, কমিশনার, আরএমপি, মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি, রাজশাহী রেঞ্জ ও মো: সাইফুর রহমান পিপিএম (বার), পুলিশ সুপার, রাজশাহী।আইজিপি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ, রাজশাহী বৈরী আবহাওয়ার মধ্যে এমন সুন্দর একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন সম্পন্ন করায় সকলকে ধন্যবাদ জানান। তিনি এ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করেন।

 

এর আগে আইজিপি আরএমপি পুলিশ লাইন্সে আম্রকুঞ্জর উদ্বোধন করেন।এসময় উপস্থিত ছিলেন আরএমপি ও রাজশাহীস্থ বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.