rapist_arrested_by_rab5
আলোচিত ধর্ষণ মামলার আসামি রাজশাহীতে গ্রেপ্তার

আলোচিত ধর্ষণ মামলার আসামি রাজশাহীতে গ্রেপ্তার

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

ষ্টাফ রিপোর্টার || উত্তরবঙ্গ প্রতিদিন :: নাটোরের বাগাতিপাড়ায় ধর্ষণ মামলার এক আসামিকে রাজশাহীর পুঠিয়ার শিলমারিয়া ইউনিয়নের মোল্লাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার র‍্যাব-৫ এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

গ্রেপ্তারকৃত সাজিদ আলী (২১) বাগাতিপাড়ার জামনগর ইউনিয়নের ডাকারমারিয়া এলাকার সিদ্দিকের ছেলে। 

 

এজাহার সূত্রে জানা যায়, যে আসামী ভিকটিমের প্রতিবেশি। ভিকটিমের মা ইং ১০/১০/২০২৩ তারিখ অনুমান ০৩.০০ ঘটিকায় গরু ছাগলকে ঘাস খাওয়ার জন্য বাড়ি হতে বের হয়। পরবর্তীতে এজাহার নামীয় ২নং আসামী ভিকটিমকে টিভি দেখার কথা বলে তার বাসায় নিয়ে যায়। ২নং আসামী ভিকটিমের সম্পর্কে দাদি হওয়ায় তার কথা মত তার সাথে তার বাড়িতে যায়। ১নং আসামী মোঃ সাজিদ আলী (২১), ও ২নং আসামী পরিকল্পিতভাবে ২নং আসামীর শয়ন কক্ষে খাটের নিচে লুকায়িত ছিল। পরবর্তীতে ২নং আসামী ভিকটিমকে বাড়িতে নিয়ে যাওয়ার পর তার শয়ন কক্ষে থেকে পানি খাওয়ার মগ নিয়ে আসতে বলে। ভিকটিম পানি খাওয়ার মগ নিয়ে আসতে ২নং আসামীর শয়ন কক্ষে প্রবেশ করলে পূর্বে থেকে লুকায়িত আসামী মোঃ সাজিদ আলী (২১) খাটের নিচে থেকে বের হয়ে পিছন থেকে ভিকটিমকে ঝাপটে ধরে শয়ন ঘরের দরজা আটকে তালা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করতে থাকে। 

 

পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে নাটোর জেলার বাগাতিপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। উক্ত মামলা দায়ের করার পর হতেই আসামী মোঃ সাজিদ আলী (২১) আত্বগোপনে চলে যায়। মামলার তদন্তকারী অফিসার আসামীদের গ্রেফতারের জন্য সিপিসি-২, নাটোর, র‌্যাব-৫ বরাবর অধিযাচনপত্র প্রদান করেন। তৎপ্রেক্ষিতে র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ ছায়াতদন্ত শুরু করে। র‌্যাব-৫, নাটোর ক্যাম্প গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িত ১নং আসামী মোঃ সাজিদ আলী এর অবস্থান সনাক্ত পূর্বক ইং ১২/০৪/২০২৪ তারিখ ১৭.৩০ ঘটিকায় মামলার প্রধান আসামী মোঃ সাজিদ আলী (২১), পিতা-মোঃ সিদ্দিক, সাং-ডাকারমারিয়া (০২ নং ইউপি জামনগর), থানা-বাগাতিপাড়া, জেলা- নাটোরকে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন ৫নং শিলমারিয়া ইউপির অন্তগর্ত মোল্লাপাড়া গ্রাম হতে গ্রেফতার করে। উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে নাটোর জেলার বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.