ষ্টাফ রিপোর্টার, উত্তরবঙ্গ প্রতিদিন :: গত জুলাই ও আগস্টের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজশাহী মহানগরের যেসব এলাকা উত্তাল হয়ে উঠেছিল, এর মধ্যে অন্যতম রণক্ষেত্র এলাকা ছিল সপুরাস্থ রাজশাহী পানি উন্নয়ন বোর্ড এলাকাও। কিন্তু ফ্যাসিবাদ সরকারের পতনের পর সন্ত্রাসীদের কালো থাবা থেকে দখলমুক্ত হয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতি।
এরই ধারাবাহিকতায় আজ বুধবার (৬ নভেম্বর) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতি উত্তর-পশ্চিম অঞ্চল জোনের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী মহানগরীর সপুরাস্থ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের গেস্ট হাউজে উক্ত নির্বাচনের আয়োজন করা হয়। উক্ত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন শফিকুল আলম বুলু ও সাধারণ সম্পাদক শাহিন ইকবাল।
এছাড়াও সিনিয়র সহ সভাপতি পদে খন্দকার হাসান কবির, ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল। সহ-সাধারণ সম্পাদক পদে রহিম রেজা রানা ও খাজা তারেক, সাংগঠনিক সম্পাদক মাইনুল হক হারু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান আরিফসহ মোট ৫১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।
নির্বাচন শেষে নব নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান আরিফ ও ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল গনমাধ্যম কর্মীদের দেয়া এক সাক্ষাৎকারে জানান – বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতি আজ কলংকমুক্ত হয়েছে। সেই সাথে ঠিকাদার সমিতি নির্বাচিত অভিভাবকদের। আমরা আশা করি নব্য নির্বাচিত কমিটির সকলেই স্ব-স্ব দ্বায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করবে।
Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.
Subscribe to get the latest posts sent to your email.