Rajshahi_University_Bangabandhu_hall
রাবিতে শিক্ষার্থীদের তুমির বদলে আপনি বলার নির্দেশ

রাবিতে শিক্ষার্থীদের তুমির বদলে আপনি বলার নির্দেশ

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

রাবি প্রতিনিধি, উত্তরবঙ্গ প্রতিদিন ::  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কর্মকর্তা, সহায়ক ও সাধারণ কর্মচারীদেরকে শিক্ষার্থীদের সঙ্গে ‘তুমি’ সম্বোধনের পরিবর্তে ‘আপনি’ সম্বোধন করে কথা বলার নির্দেশ দিয়েছেন রাবির হল প্রশাসন।

 

 

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ জামিরুল ইসলাম তার দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানান।

 

প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ জামিরুল ইসলাম আরো জানান, মনে রাখতে হবে বর্তমান প্রজন্মের ছাত্ররাই আগামী দিনের পথপ্রদর্শক এবং এই ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমেই জাতি সব ধরনের বৈষম্য দূর করে স্বাধীন মতপ্রকাশের অধিকার অর্জন করেছে। সুতরাং সব কর্মকর্তা ও কর্মচারীকে অফিসিয়াল কার্যক্রম পরিচালনায় নম্র ও ভদ্রতার পরিচয় রাখার জন্য বলা হচ্ছে।

 

উক্ত বিষয়ে জানতে চাইলে ড. জামিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা থেকে আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন। সেখান থেকেই আমরা এই উদ্যোগটা গ্রহণ করছি। আশা করছি এর মাধ্যমে শিক্ষার্থী ও কর্মচারী-কর্মকর্তাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে।আমরা যদি শিক্ষার্থীদের ভালো ব্যবহার উপহার দিতে পারি তারাও তাই করবে। 

 

আমি আশা করছি শুধু বঙ্গবন্ধু হল নয়, আরো যে হলগুলো আছে সেখানেও এই কালচার শুরু হোক। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এই কালচার ছড়িয়ে পড়ুক, যোগ করেন তিনি।

#RajshahiUniversity


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.