Rajshahi_Metropolitan_police_recover_marijuana
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামি ও ২৫টি গাঁজার গাছ উদ্ধার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামি ও ২৫টি গাঁজার গাছ উদ্ধার

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে পারিবারিক আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

 

 

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: সুজন আলী ও মো:শাহিন আলী । সুজন কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর এলাকার মো: আকবর আলীর ছেলে। সে বর্তমানে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকায় বসবাস করে ও শাহিন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম ঠাকুরমারা গ্রামের মো: সেলিম মন্ডলের ছেলে।

 

ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: সুজন আলী ও মো:শাহিন আলীর বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় পারিবারিক আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। আসামিদ্বয়কে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। গতকাল ২৪শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ সকালে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি সুজন আলী কাশিয়াডাঙ্গা থানাধীন কাঁঠালবাড়িয়া মোড়ে অবস্থান করছে।

 

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে রাজশাহী কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: এমরান হোসেনের এএসআই মো: শাহিন উদ্দিন ও তাঁর টিম গতকাল সকাল সাড়ে ৯ টায় অভিযান পরিচালনা করে আসামি সুজনকে কাঁঠালবাড়িয়া মোড় থেকে গ্রেপ্তার করে।

 

অপর একটি অভিযানে কাশিয়াডাঙ্গা থানার এএসআই মো: গোলাম মোস্তফা গতকাল ২৪শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ সকাল পৌনে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি শাহিনকে ঠাকুরমারা কলোনি থেকে গ্রেপ্তার করেন।

 

অন্যদিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বুলনপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২৫ টি গাঁজার গাছসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত আসামি মো: মিঠু মিয়া (৫২) গাইবান্ধা জেলার সদর থানার কুপতালা এলাকার মৃত সাদা মিয়ার ছেলে। বর্তমানে সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বুলনপুর এলাকায় বসবাস করে।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.