নিজস্ব প্রতিবেদক :: রাজশাহী মহানগরীর দামকড়া থানা এলাকায় কবুতর চুরিকে কেন্দ্র করে এশারুল নামের এক ব্যবসায়ীর উপর আজিজুর নামের সন্ত্রাসী সশস্ত্র হামলা করতে আসলে এলাকাবাসীর গণধোলায়ের শিকার হয়। গতকাল সোমবার বিকালে দামকুড়া থানাধীন হরিপুর মোড়ে এই ঘটনা ঘটে।
ব্যবসায়ী এসারুল “উত্তরবঙ্গ প্রতিদিন” কে জানাই যে, আমি হরিপুর মোড়ের এসারুল স্টোর নামের দোকানের স্বত্বাধিকারী আমি দীর্ঘদিন ধরে এই দোকানের ব্যবসা করে আসছি। গত শনিবার ২ নভেম্বর রাত আনুমানিক এগারোটার দিকে আমার আপন ছোট ভাই বিপ্লবের বাড়িতে সন্ত্রাসী আজিজুলের ছেলে সহ মোট চারজন কবুতর চুরি করতে গেলে আমার ভাতিজা ও ছোট ভাইয়ের স্ত্রী তাফসির(১২) নামের একজন চোরকে হাতেনাতে ধরে ফেলে এবং বাকি তিনজন পালিয়ে যায়।
তাফসীরকে জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া তিনজনের নাম জানতে চাইলে সে জানাই আজিজুলের ছেলে বাদশা(১৩), ইন্তাজুল এর ছেলে শুভ(১২) এবং কবিরের ছেলে রিমন(১৩) ছিল। পরবর্তীতে স্থানীয় নরশাদ মেম্বারের উপস্থিতিতে তাফসীরের নানা মুক্তার হোসেনের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু গতকাল সোমবার বিকেলে হঠাৎ করেই সন্ত্রাসী আজিজুল দেশীয় ধারালো অস্ত্র পাসলি নিয়ে আমার দোকানের সামনে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে দোকান থেকে বের হওয়ার জন্য বলতে থাকে, আমি ওই সময় দোকান থেকে বের হলে আমাকে পাসলি দিয়ে মারার জন্য উদ্ভূত হয় তখন আমি সহ স্থানীয় কয়েকজন মিলে তাকে ধরে আমার দোকানে সামনে থাকা বৈদ্যুতিক পিলারের সাথে বেঁধে রেখে স্থানীয় থানায় খবর দিলে পুলিশ এসে তাকে নিয়ে যায়।
সন্ত্রাসী আজিজুল কে উদ্ধার করতে আশা পুলিশ সদস্য উপ পুলিশ পরিদর্শক সুমনের সাথে যোগাযোগ করলে ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান যে, আমরা গেছিলাম এবং আজিজুল কে সেখান থেকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com