rajshahi_dc_meeting_with_politicians
রাজশাহীতে পরিস্থিতি মোকাবেলায় ডিসির সাথে রাজনৈতিক নেতাদের মতবিনিময়

রাজশাহীতে পরিস্থিতি মোকাবেলায় ডিসির সাথে রাজনৈতিক নেতাদের মতবিনিময়

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীর জেলার মোহনপুরে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ আগসট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় রাজশাহীতে স্থানীয় রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়সভা করা হয়েছে।

 

জয়নাল হক (৪৮) নামের ওই ব্যক্তি বিএনপিকর্মী ছিলেন।তার বাড়ি উপজেলার গোপালপুর গ্রামে। খবর পেয়ে সেনা বাহিনী সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

এরপরপরই দুপুর ১২টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সিইও লেফটেনেন্ট কর্নেল শামীম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার।

 

আরোও উপস্থিত ছিলেন বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক এবং রাজশাহী মহানগর বিএনপির (সাবেক) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী এশা, জর্জ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. জাকির হোসেন ও অ্যাডভোকেট তারেক হোসেন, রাজশাহী মহানগর বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মাহবুবুল আহসান বুলবুল, রাজশাহী মহানগর জাতীয় পার্টির সভাপতি মো. সাইফুল ইসলাম স্বপন, রাজশাহী মহানগর জাতীয় পার্টির সদস্য আবু তাহের স্বপন, রাজশাহী মহানগর জামায়াতের আমির ডা. কেরামত আলী, রাজশাহী জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রত্না খাতুন।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.