প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৪, ৯:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২২, ৩:৪১ অপরাহ্ণ
ভর্তার মধ্যে তেলাপোকা খেয়েই দিন পার করছেন রাবি শিক্ষার্থীরা
শিক্ষা সংবাদ,উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সোহরাওয়ার্দী হলের ডাইনিংয়ে ভর্তার মধ্যে তেলাপোকা পাওয়ায় ডাইনিংয়ে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কচু ভর্তার বাটিতে প্রথম তেলাপোকা দেখেন দুলাল নামে এক ছাত্র। আবাসিক শিক্ষার্থীরা জানান, প্রায়ই হলের ডাইনিংয়ের খাবারে পোকা পাওয়া যায়। এসব বিষয় জানালেও দায়িত্বে থাকা ব্যক্তিরা সেভাবে গুরুত্ব দেন না। এছাড়া খুব নিম্নমানের চাল দিয়ে ভাত রান্না করা হয়। হল সূত্রে জানা যায়, সোহরাওয়ার্দী হলের ডাইনিংয়ে দুপুর ও রাত মিলে প্রায় ৫০০ শিক্ষার্থীর জন্য খাবার রান্না করা হয়। বৃহস্পতিবার দুপুরের খাবার খেতে এসে একজন শিক্ষার্থী কচু ভর্তার মধ্যে তেলাপোকা দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে আরও শিক্ষার্থী এসে হলের ডাইনিংয়ে তালা দিয়ে ডাইনিং বন্ধ ঘোষণা করেন।
হলের আবাসিক শিক্ষার্থী রাশেদুল ইসলাম উত্তরবঙ্গ প্রতিদিনকে বলেন, কিছুদিন আগেই ডালের মধ্যে পোকা পেয়েছি। সেটি জানানোর পর তারা অভিযোগের বিষয়টি সেভাবে আমলে নেননি। আরেক শিক্ষার্থী মো. ফয়সাল বলেন, কিছুদিন আগে খাবারের মধ্যে পলিথিন পেয়েছি। আসলে দায়িত্বে অবহেলার কারণে এসব পাওয়া যায়। এসব বিষয় সমাধান না হওয়া পর্যন্ত ডাইনিং বন্ধ থাকবে।
অভিযোগের বিষয়ে ডাইনিংয়ের ম্যানেজার লোকমান হোসেন উত্তরবঙ্গ প্রতিদিনকে বলেন, আমরা রান্নার সময় অনেক সতর্কতা অবলম্বন করি। কিন্তু ভুলে এমন হয়েছে। আগামীতে যাতে এমন না হয়, সে চেষ্টা করবো।
হলের প্রাধ্যক্ষ না থাকায় সার্বিক বিষয়ে হলের আবাসিক শিক্ষক তানজিল ভূইয়া উত্তরবঙ্গ প্রতিদিনকে বলেন, হলের ডাইনিংয়ের কর্মচারী ও শিক্ষার্থীদের ডেকেছি। সবার সঙ্গে কথা বলে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com
উত্তরবঙ্গ প্রতিদিন Google Business And Google News Verified একটি প্রতিষ্ঠান। ২০২০ সালে উত্তরবঙ্গ প্রতিদিন উইকিপিডিয়ার নিবন্ধনভুক্ত হয়।২০২১ সালে উত্তরবঙ্গ প্রতিদিন Trusted Site Certificate এবং DMCA সার্টিফিকেট পায়।