যে কারনে সফলতার শীর্ষে রাজশাহী মহানগর ডিবি

যে কারনে সফলতার শীর্ষে রাজশাহী মহানগর ডিবি

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

মহানগর প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীতে সর্বশেষ ২০২৩ সালের অগাষ্ট মাসে পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছিলেন বিপ্লব বিজয় তালুকদার  । রাজশাহী মেট্রোপলিটন পুলিশে যোগ দেয়ার ৩ মাসের মধ্যেই নয়া ইতিহাস গড়েছেন আরএমপির এই নয়া পুলিশ  কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। কিন্তু প্রশ্ন থাকতেই পারে,  কিভাবে এত অল্প সময়ে ইতিহাস গড়লেন তিনি ? 

 

 

প্রসঙ্গত উল্লেখ্য করা যেতে পারে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম নিয়ন্ত্রণ, কিশোর গ্যাঙ্গ উৎখাত, মুক্তিযোদ্ধাদের সন্মাননা প্রদান, শব্দ দূষন নিয়ন্ত্রনে বিশেষ উদ্যোগ গ্রহন, এইচএসসি পরীক্ষার্থীদের বিভিন্ন কেন্দ্রে যথাসময়ে প্রেরনসহ প্রথমবারের মত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদস্যদের খাবার সরবরাহের জন্য আরএমপিতে ‘স্মার্ট ফুড ক্যারিয়ার ভ্যান’ যুক্ত করনের মধ্যে দিয়ে সুনাম ও প্রশংসার দাবিদার হয়েছেন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। 

 

 

 

তবে এ বিষয়ে অনস্বীকার্য যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে সাজাতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহন করেছেন যা রাজশাহী মহানগরবাসী অস্বীকার না করে বরাবরই কৃতজ্ঞতা প্রকাশ করে আসছেন।

 

rmp-db-news
রাজশাহী মেট্রোপলিটন ডিবি পুলিশের সফল অভিযানের একাংশ

তবে গেল ৩ মাসে সুকৌশলে রাজশাহী মহানগর ডিবিকে পুলিশ  কমিশনার বিপ্লব বিজয় তালুকদার সাজিয়েছে অত্যন্ত দক্ষতার সাথে। কেননা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চৌকস ও সুদক্ষ ডিসি, ওসি, ইন্সপেক্টর, এসআই, এএসআই ও কনষ্টেবলদের দিয়ে রাজশাহী মহানগর ডিবিকে গড়ে তুলেছেন অত্যন্ত শক্তিশালী ভাবেই।

 

 

 

সেই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর ডিবি ২০২৩ সালের অর্থাৎ চলতি বছরের ৮ই অক্টোবর অ্যালকোহলসহ ৮ জুয়াড়ি গ্রেপ্তার, ২৩ অক্টোবর ৫ হাজার পিচ ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী কলি গ্রেফতার, ১৭ অক্টোবর  হারিয়ে যাওয়া ৩ বছর বয়সী শিশু তাসফিয়াকে উদ্ধার, ১৯ অক্টোবর ১৫ কেজি গাঁজা উদ্ধার, অস্ত্র ও গুলি উদ্ধার ও সর্বশেষ রাজশাহী পশ্চিমাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী ও গডফাদার সোহেলকে দেশী ও বিদেশী  মদসহ গ্রেফতার করে প্রশংসায় ভাসছে রাজশাহী মহানগর ডিবি।

 

 

 

শীর্ষ মাদক ব্যবসায়ী ও গডফাদার সোহেল কে? 

অসংখ্যা মাদক গুম, খুন ও অপহরণ মামলার আসামী সোহেল দীর্ঘদিন ধরেই আলোচনা সালোচনায় ছিল। কিন্তু আজ্ঞাত স্থানে থাকায় তাকে কেউ গ্রেফতার করতে সক্ষম হয়নি। গেল ৩ মাস ধরে দেশের শীর্ষ জাতীয় দৈনিক ও বিভিন্ন মিডিয়ার সংবাদ শিরোনামে ছিলেন এই সোহেল। নিম্নে গডফাদার সোহেল কেন্দ্রীক যে সকল সংবাদ প্রকাশ হয়ে তা নিম্নে তুলে ধরা হল – 

 

রাজশাহীতে মাদক কারবারিদের হামলায় নিহত ২ দৈনিক যুগান্তর

লিংক : https://www.jugantor.com/country-news/697741/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%95-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4-%E0%A7%A8

 

drugs_dealer_god_father_sohe
শীর্ষ মাদক ব্যবসায়ী ও গডফাদার সোহেল

 

 

 

 

 

 

তবে রাজশাহী মহানগর ডিবি পুলিশের শক্তিশালী এই টিমকে নেতৃত্ব দিচ্ছেন উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হক,  সহকারী পুলিশ কমিশনার আরজিনা খাতুন ও  পুলিশ পরিদর্শক তৌহিদুর রহমান। এছাড়াও রাজশাহী মহানগর ডিবি পুলিশের টিমে রয়েছে এসআই মিজান, এএসআই হান্নান, এএসআই আইনুল,কন্সটেবল তৌহিদ, কন্সটেবল বাকী ও কন্সটেবল উজ্জ্বল।

 

 

 

সার্বিক বিষয়ে রাজশাহী মহানগর ডিবি পুলিশের  কে এম আরিফুল হক জানান – রাজশাহী শিক্ষা নগরী।  রাজশাহীতে মাদক ও সন্ত্রাস নির্মুল করাই আমাদের লক্ষ। আমরা মাননীয় পুলিশ কমিশনার স্যারের দিক নির্দেশনায় অপরাধ ও অপরাধী নির্মূলে যে পদক্ষেপ গ্রহন করেছি এতে আমরা সফল হবো বলে শতভাগ আশাবাদী।

 

 

এদিকে রাজশাহী রাজশাহী মহানগর ডিবি পুলিশের ইন্সপেক্টর তৌহিদ জানান – রাজশাহী মহানগর ডিবি পুলিশ এখন অনেক শক্তিশালী। আমাদের যথার্থ লোকবল রয়েছে। মাননীয় কমিশনার স্যার ও আমাদের মহানগর ডিবি ডিসি স্যারের দিক নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। তবে মাদক ও সন্ত্রাস নির্মুলে আমরা জিরো টলারেন্স ভূমিকা রাখছি।

 

 

 

অন্যদিকে রাজশাহী মহানগর ডিবি পুলিশের ভূমিকা নিয়ে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের প্রধান নেতা ও বিশিষ্ট সমাজসেবক এবং সচেতন নাগরিক সমাজের  (সনাক) সদস্য জামাত খান উত্তরবঙ্গ প্রতিদিনের প্রতিবেদককে জানান মাদক ও মাদক কারবারি নির্মূলে রাজশাহী মহানগর ডিবি অবশ্যই প্রশংসার দাবিদার। কেননা রাজশাহী অঞ্চলের শীর্ষ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের মধ্যে দিয়ে মহানগর ডিবি প্রমান করে তারা মাদক ও মাদক কারবারি নির্মূলে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা তাদের সাধুবাদ জানাই।

 

 

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি,  উত্তরবঙ্গ প্রতিদিনের প্রধান সম্পাদক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক্টিভিস্ট এম.এ. হাবীব জুয়েল বলেন – রাজশাহী মহানগর ডিবির কার্যক্রমকে আরোও তুরান্বিত করার  লক্ষ্যে আমাদের সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। কেনন মাদক ও সন্ত্রাস যেখানে থাকবে সেখানে শিক্ষা নগরী নাম ম্লান হওয়ার সম্ভবনা থাকে। সবার সম্মিলিত প্রচেস্টা ছাড়া কখনই ডিবি পুলিশের পক্ষে এককভাবে মাদক ও সন্ত্রাস নির্মুল সম্ভব নয়। সেই সাথে শুধু পুলিশের দোষ দিয়েও আমরা আমাদের দ্বায়িত্ব থেকে সরে আসতে পারিনা।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.