রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন জানান, ওই ব্যক্তির লাশটি কলাবাগান এলাকার দক্ষিণ-পশ্চিম দিকের রাস্তার পাশে পড়েছিল। পথচারীরা ওই পথে যাওয়ার সময় লাশটি দেখে থানায় খবর দেন।
লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ। শেষ পর্যন্ত তার পরিচয় না পাওয়া গেলে কোয়ান্টাম ফাউন্ডেশন বা আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ হিসেবে লাশটি দাফন করা হবে।
ওসি সোহরাওয়ার্দী হোসেন উত্তরবঙ্গ প্রতিদিনকে জানান, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তার মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এ ঘটনায় থানায় আপাতত একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। পাশাপাশি লাশের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com