রাজশাহীতে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি, উত্তরবঙ্গ প্রতিদিন :: বিভিন্ন ইউনিয়নের ১০টি রাস্তাসহ ১৫টি স্কুলের ভবন নির্মাণের উদ্বোধন করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মো.শাহরিয়ার আলম।

রাজশাহীর চারঘাটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মো.শাহরিয়ার আলম এমপি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিআরডি) এর মাধ্যমে বাস্তবায়িত উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন করেছেন।

প্রতিমন্ত্রী রবিবার (২৯ আগস্ট) ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১০টি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপনসহ চারঘাট আলহাজ্ব এম এ হাদী ডিগ্রী কলেজের ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন এবং চারঘাট ইউনিয়নের পরানপুর বাজারের হাট শেড উদ্বোধন করেন।

দিনের শেষভাগে প্রতিমন্ত্রী উপজেলা হলরুমে `ভিত্তিপ্রস্তর স্থাপন ও শুভ উদ্বোধনী অনুষ্ঠান’ এ সকল উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে গোটা পৃথিবী কঠিন সময়ের মধ্যদিয়ে যাচ্ছে। পৃথিবীর অনেক উন্নত দেশকেও কোভিড পরিস্থিতি সামলাতে হিমসিম খেতে হচ্ছে। এ রকম একটা পরিস্থিতিতেও আমাদের উন্নয়ন অগ্রযাত্রা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে।

তিনি বলেন, কোভিড পরিস্থিতি সামাল দেয়ার সাথে সাথে উন্নয়ন কর্মগুলো সঠিকভাবে করতে সরকার দৃঢ় সংকল্প বদ্ধ। আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে সঠিক পরিকল্পনায় বর্তমান উন্নয়ন কাজগুলো করতে হবে। প্রতিমন্ত্রী বলেন, আমার নির্বাচনী এলাকা রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) তথা সমগ্র রাজশাহীকে ভবিষ্যতে আধুনিক ও মডেল হিসেবে দেশবাসীর কাছে গড়ে তুলতে চাই। এ জন্য প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব বুঝে সঠিকভাবে কাজ করতে হবে। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

বিদ্যমান করোনা পরিস্থিতিতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোভিডকালে আমরা অনেককে হারিয়েছি, অনেক চেনা মুখ আমাদের ছেড়ে চলে গেছে। এমনও হয়েছে অনেকে জানেই না যে সে কোভিড হয়ে মারা গেছে। এ জন্য অনেক সময় আমাদেরকে বিপদে পড়তে হয়েছে। সাধারণ সর্দি-কাশি মনে করে এখনো অনেকে কোভিডকে গুরুত্ব দিচ্ছে না।

এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ফকরুল ইসলাম, পৌর মেয়র একরামুল হক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হানুল হক রানা।

এছাড়াও ছয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও পৌর কাউন্সিলর, আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.