ঈদ উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বাড়তি সতর্কতা 
ঈদ উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বাড়তি সতর্কতা 

ঈদ উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বাড়তি সতর্কতা 

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ।। উত্তরবঙ্গ প্রতিদিন ::     আগামীকাল  মঙ্গলবার (৩ মে) পবিত্র ঈদুল ফিতর। এবার ঈদ উদযাপন উপলক্ষে মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে বেশকিছু বিধিনিষেধ জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

 

ঈদের জামাতে ছাতা এবং জায়নামাজ ছাড়া ব্যাগ বা ভারী কিছু নেওয়া যাবে না। এছাড়া শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মানতে হবে আরও কিছু বিধিনিষেধ।

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম উত্তরবঙ্গ প্রতিদিনকে বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনের ক্ষমতাবলে রাজশাহী মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য বিক্রয় ও ব্যবহার, হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে। 

 

আর ঈদের জামাতে জায়নামাজ ছাড়া কোনো প্রকার ব্যাগ, ভারী বস্তু বা অন্য কোনো দ্রব্যাদি বহন করা যাবে না।

 

এই মূখপাত্র আরোও জানান- ঈদের আগের দিন থেকে পরের দিন পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময়ে আইন অমান্যকারীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.