orbindo-dotto-rajshahi-jpg
২য় বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক অরবিন্দ দত্ত।

আবারোও ফুলেল শুভেচ্ছায় সিক্ত রাসিক মেয়র লিটন

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

ধানমন্ডি থেকে অনূপ কুমার : ২য় বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও অভিনন্দন জানিয়েছেন সংসদ সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সোমবার (২৬ ডিসেম্বর) ঢাকায় ধানমন্ডিস্থ বাসভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমন্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান তাঁরা। এসময়  এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ২য় বারের মতো আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মনোনীত করায় রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক অরবিন্দ দত্ত, শাহ মখদুম থানা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মহিদুল ইসলাম মোস্তফা  প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে শুভেচ্ছা ও প্রানঢালা অভিনন্দন জানান।

 

এর আগে এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম।

 

উক্ত সময় এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে শুভেচ্ছা দিতে আসা রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক অরবিন্দ দত্ত গণমাধ্যমকে বলেন – শিক্ষানগরী রাজশাহীতে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে অন্যতম দৃষ্টান্ত স্থাপন করেছেন জাতীয় নেতা শহীদ আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামানের সুযোগ্য পুত্র। যার ফলস্বরুপ রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ, রাজশাহী মেডিকেল কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসেছে আমূল পরিবর্তন। 

 

এছাড়াও পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টাও অব্যাহত রয়েছে। রাজশাহীর প্রধানতম পর্যটন এলাকা পদ্মাপাড়। বিনোদনের অন্যতম এ এলাকাটি আরো আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করতে পদ্মাপাড়কে ঘিরে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছেন এই নেতা। শুধু তাই ক্রীড়ানুরাগী এই নেতা বিকেএসপি প্রতিষ্ঠা করছেন রাজশাহীতেও। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সুযোগ্য পুত্র হিসেবে এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পদক্ষেপে – ২০১৬ সালে বাতাসে ক্ষতিকর ধূলিকণা কমানোয় বিশ্বের সেরা শহর হিসেবে নির্বাচিত হয় রাজশাহী মহানগরী। আমরা রাজশাহীবাসী এই পরিবারটির কাছে আজীবন কৃতজ্ঞ। 

Mosofoa-rajshahi-jpg
২য় বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী শাহমখদুম থানা এলাকার উদীয়মানমান তরুন নেতা ও শাহমখদুম থানা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মহিদুল ইসলাম মোস্তফা

 

 

 

 

 

অন্যদিকে রাজশাহী থেকে ফুলেল শুভেচ্ছা দিতে  আসা রাজশাহী শাহমখদুম থানা এলাকার উদীয়মানমান তরুননেতা ও শাহমখদুম থানা  আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মহিদুল ইসলাম মোস্তফা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন সম্পর্কে বলেন – মেয়র লিটনের নিরলস প্রচেষ্টায় রাজশাহীর যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে এসেছে আমূল পরিবর্তন। প্রধান সড়কগুলোকে চার লেনে উন্নীত করা হয়েছে। নগরীর বুধপাড়া এলাকায় রেলক্রসিংয়ে নির্মিত হয়েছে রাজশাহীর প্রথম ফ্লাইওভার। সেখানে অবশিষ্ট ২ লেনের আরেকটি ফ্লাইওভার নির্মাণকাজ চলমান রয়েছে।  আরো ৫টি ফ্লাইওভার নির্মাণ করা হবে। এরই মধ্যে ৫টি প্রস্তাবিত ফ্লাইওভারের নকশা চূড়ান্ত হয়েছে। দেশের সিটি কর্পোরেশনের মধ্যে রাজশাহীতে সর্বপ্রথম টানেল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজশাহী মহানগরীর আলিফ লাম মীম ভাটার মোড় থেকে বিহাস পর্যন্ত প্রায় ১২ কিমি ফোর লেন সড়ক নির্মাণ করা হয়েছে। বিলসিমলা রেলক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত বাইসাইকেল লেনসহ আধুনিক চারলেন সড়ক নির্মাণ করা হয়েছে। নির্মিত হয়েছে বহুল প্রতিক্ষিত আলুপট্টি হতে তালাইমারী পর্যন্ত ৪ লেন সড়ক। নগর ভবন থেকে রাণীবাজার, মণিচত্বর থেকে সদর হাসপাতাল মোড় পর্যন্তসহ অনেক রাস্তা নাগরিকদের সুবির্ধার্থে প্রশস্ত করা হয়েছে। প্রতিটি সড়কের পাশে প্রশস্ত ড্রেন, ফুটপাত এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধিতে দৃষ্টিনন্দন আইল্যান্ড তৈরি করা হয়েছে। এরই মধ্যে উপশহর থেকে নগরভবন ও রাণীবাজার থেকে সাগারপাড়া সড়ক প্রশস্তকরণ, রেলস্টশন থেকে ভদ্রা হয়ে তালাইমারিসহ মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ৩০টি ওয়ার্ডে বিভিন্ন সড়কের কার্পেটিং কাজ সম্পন্ন হয়েছে।

 

এক কথায় আমরা রাজশাহীবাসী জাতীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামানের কাছে যতটুকু ঋণী ঠিক ততটুকুই ঋণী এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের কাছে।


shortlink : https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//wp.me/pbH2Ba-sK1

উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.