Rajshahi-District-db-recovered-PHENSEDYL
রাজশাহী জেলা ডিবির বিশেষ অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১ 

রাজশাহী জেলা ডিবির বিশেষ অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১ 

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহী জেলা ডিবি ১০০ বোতল ফেন্সিডিল-সহ  ১ ব্যাক্তিকে গ্রেফতার করেছে। আজ রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম (ডিএসবি) এ তথ্য নিশ্চিত করেছেন। রাজশাহী জেলা ডিবির এসআই নাসিমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

 

 

 

প্রেস রিলিজ সূত্রানুসারে, গতকাল ২৮ অক্টোবর ২০২৩ খ্রি. রাত ১১:০৫ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ভাটোপাড়া গ্রাম হতে একজন মাদক ব্যবসায়ীকে ১০০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করে রাজশাহী জেলার ডিবি পুলিশ। গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো: আব্দুল হালিম (৪৫)। অভিযুক্ত রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর কানাপাড়া গ্রামের মোঃ আবুল কালামের পুত্র।

 

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মো: নাসিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স-সহ গত ২৮ অক্টোবর ২০২৩ খ্রি. রাত ১০:৪০ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বাইপাস মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ভাটোপাড়া গ্রামস্থ ফুলতলা ঘাটের জনৈক মোঃ হিমু এর রাইস মিলের পিছনে ফাঁকা জায়গায় ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রি করছিলো। 

 

এমতাবস্থায় সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের এসআই (নিরস্ত্র) মো: নাসিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স-সহ একই তারিখ রাত ১০:৫০ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত ১১:০৫ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মো: আব্দুল হালিমের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ১০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে। 

 

উল্লেখ্য, অভিযুক্তের সাথে থাকা ১ জন পলাতক আসামি মো: ইদিল (৩৫), পিতা-মৃত: সাজ্জাদ আলী, সাং-চর হনুমন্তনগর, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী কৌশলে অন্ধকারে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মো: আব্দুল হালিম এবং পলাতক আসামি মো: ইদিলের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

 

সার্বিক বিষয়ে রাজশাহী জেলা ডিবির এসআই নাসিম গনমাধ্যম কর্মীদের দেয়া এক সাক্ষাৎকারে জানান – রাজশাহী জেলা ডিবি পুলিশ এখন অনেক শক্তিশালী। আমাদের যথার্থ লোকবল রয়েছে। মাননীয় পুলিশ সুপার স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)  সনাতন চক্রবর্তী স্যারের দিক নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। তবে মাদক ও সন্ত্রাস নির্মুলে আমরা জিরো টলারেন্স ভূমিকা রেখে চলেছি এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.