নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: নারীদের বিভিন্ন স্পর্শকাতর ছবি/ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ব্লাকমেইল, ফেসবুকে ভুয়া একাউন্ট তৈরি করা, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আপত্তিকর ছবি ও ভিডিও ছেড়ে দিয়ে মানহানি করা, ফেসবুক একাউন্ট হ্যাকড করা, চুরি বা ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার, বিভিন্ন ভুয়া মেসেঞ্জারের মাধ্যমে পর্নছবি ও ভিডিও পাঠানোসহ ফেসবুকের মাধ্যমে সংঘটিত সকল অপরাধ সাইবার অপরাধের আওতাভুক্ত। সাইবার অপরাধ বিশ্বজুড়ে এখন এক নয়া আতংকের নাম।
আর এই সাইবার অপরাধ দমন করতে রাজশাহীতে প্রয়োজন ছিল সাইবার ক্রাইম ইউনিটের। (Cyber Crime Unit) তবে অসামান্য অবদান কিংবা একক প্রচেষ্টায় একজন মানুষ কত কি অবদান রাখতে পারেন তার উত্তম উদাহারনরুপে স্বাক্ষর রেখেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার (ষষ্ঠ গ্রেড) উৎপল চৌধুরী। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ইউনিটের একজন সাইবার নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক ও একজন দক্ষ সাইবার আর্মি।
উল্লেখ্য যে, রাজশাহী মহানগর পুলিশে (আরএমপি) সংযুক্ত সাইবার ক্রাইম ইউনিটের সুফলতা পাচ্ছেন রাজশাহীর মানুষ। ২০২০ সালে রাজশাহীর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক ও এসি উৎপল চৌধুরীর প্রচেষ্টায় আরএমপিতে যুক্ত হয় সাইবার ইউনিট। আর এ বছর থেকে সফলতার মুখ দেখে রাজশাহীবাসী। প্রযুক্তি নির্ভর ও ইন্টেলিজেন্সভিত্তিক পুলিশিং সেবায় এটি ছিল অন্যতম অর্জন। তবে এই সাইবার ক্রাইম ইউনিটের দরকার ছিল একজন আইটি এক্সপার্ট ও সাইবার বিশেষজ্ঞের। আর এই জন্যই তৈরী ছিলেন সহকারী পুলিশ কমিশনার উৎপল চৌধুরী।
আর সহকারী পুলিশ কমিশনার উৎপল চৌধুরীর দিন রাত অক্লান্ত প্রচেস্টায় সাইবার অপরাধ জগতে অপরাধ নির্মূলের একমাত্র “ব্রহ্মাস্ত্র” হয়ে উঠে আরএমপি সাইবার ইউনিট। বলতে দ্বিধা নেই যে, প্রতিষ্ঠালগ্নে রাজশাহী সাইবার ইউনিটে কিংবা রাজশাহী মেট্রোপলিটন পুলিশে এমন কোন দক্ষ অফিসার ছিলনা, যে, আইটি বিষয়ে প্রশিক্ষিত। শুধুমাত্র একটি মানুষের অক্লান্ত বিরামহীন পরিশ্রম রাজশাহীবাসীর কাছে এনে দিয়েছেন ‘সাইবার অপরাধ প্রতিরোধ সেল’।
তাই আবারও বলতে দ্বিধা নেই যে, বর্তমান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ইউনিটের এডিসি উৎপল চৌধুরীর কাছে রাজশাহীবাসী চিরকৃতজ্ঞ। সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে প্রশিক্ষিত সদস্যদের নিয়ে আরএমপিতে সম্পূর্ণ পৃথক সাইবার ক্রাইম ইউনিট গঠন করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘটিত বিভিন্ন অপরাধের কথা উল্লেখ করে এডিসি উৎপল চৌধুরী বলেন, সাইবার ওয়ার্ল্ড প্রতি নিয়ত হুমকি তৈরি করছে, রাষ্ট্র তথা রাষ্ট্রের প্রতিটি মানুষের জন্য। সাইবার অপরাধ মোকাবিলায় আমাদের আরোও সজাগ হতে হবে এবং প্রস্তুতিও নিতে হবে। পুলিশের সামনে আগামী চ্যালেঞ্জ হলো সোশ্যাল মিডিয়া। পুরাতন অপরাধ কমছে, কিন্তু প্রতিনিয়ত সাইবার অপরাধ বাড়ছে।
এডিসি উৎপল চৌধুরীর যত অর্জন
স্কুল থেকে বিশ্ববিদ্যালয় এমন কোন স্থান নেই যেখানে এডিসি উৎপল তার সফলতার স্বাক্ষর রাখেননি। রাজশাহী মেট্রোপলিটন পুলিশে সহকারী পুলিশ কমিশনার (এসি) নিযুক্ত হওয়ার পরপরই তিনি এই চাকুরীর বাহিরেও ভাবতে থাকেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের জন্য কিছু করার।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশে যোগদান করার পর তিনি যে সকল প্রশিক্ষণ গ্রহন করেছেন তা বলাই বাহুল্য। রাজশাহীতে কর্মরত অবস্থায় তিনি ৭ম বারের অধিক সময় পদক ও ক্রেষ্ট অর্জন করেছেন বিশেষ অবদান রাখার জন্য। এছাড়া গেল ২০২২ সালের ২৮শে জুলাই আরএমপির সাবেক পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক প্রধানমন্ত্রীর পক্ষে রাষ্ট্রপতি পদক (পিপিএম-সেবা) পরিয়ে দেন এডিসি উৎপল চৌধুরীকে।
➡ এছাড়াও বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত H.E. Peter D.Hass রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট পরিদর্শন শেষে U.S Embassy এর সার্বিক তত্ত্বাবধানে ATA (Anti Terrorism Assistance) এর আওতায় Cyber Training Course এর Dark Web Investigation কোর্স সম্পন্ন করেন এডিসি উৎপল চৌধুরী।
➡ Department of State এর অনুমোদনক্রমে US. Embasy এর সার্বিক তত্ত্বাবধানে ATA (Anti Terrorism Assistance) আওতাভুক্ত সাইবার ট্রেনিং এর ৫ম কোর্স সম্পন্ন করেছেন।
➡ Media Investigative Course (সোশাল মিডিয়া ইনভেস্টিগেটিভ কোর্স) সম্পন্ন করেছেন।
➡ Identification and Seizure of Digital Evidence (কোর্স সম্পন্ন করেছেন )
➡ Introduction to Digital Forensic Investigation (কোর্স সম্পন্ন করেছেন )
➡ Advance Digital Forensic Consultation (কোর্স সম্পন্ন করেছেন )
➡ Mobile Digital Forensic Consultation কোর্স সম্পন্ন করেছেন।
➡ Workshop on Enhancing Capacity of Cybercrime Investigators” Conducted by Cyber Police Centre(CPC), CID, ঢাকায় কোর্স সম্পন্ন করেছেন।
➡ বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারস এর মাধ্যমে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (Australian Federal Police), AFP কর্তৃক আয়োজিত Cyber Safety Asia Program(CSA) এর আওতায় দীর্ঘ ১ মাস ব্যাপী অনলাইনে International Cybercrime Fundamentals Training কোর্স সম্পন্ন করেছেন।
➡সেন্ট্রাল সিবিআই একাডেমি, ভারত কর্তৃক আয়োজিত বিশেষ ট্রেনিং “Investigation of conventional/Organised crime including (a) Crime related to women and children in Special reference to human trafficking, (b) Use of provision of UNCAC/UNTOC and (c) Trafficking in drugs and wildlife” কোর্স সম্পন্ন করেছেন।
কিছু ছবি কথা বলে
প্রতিটি মানুষের জীবনে কিছু সময় থাকে যে সময় জীবনে ১ বার আসে আবার কখনো কখনো বারংবার আসে। এমনই একটি ছবি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পাতায় এবং ওয়েবসাইটে ভাসছে। নিমোক্ত ছবিতে দেখা যায় এডিসি উৎপল চৌধুরী প্রমোশন পেয়েছেন এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আনিসুর রহমান, বিপিএম(বার),পিপিএম(বার) এবং এডিসি উৎপল চৌধুরীর সহধর্মিণী প্রিয়াংকা সাহা এডিসি উৎপল চৌধুরীকে র্যাংক ও ব্যাচ পরিয়ে দিচ্ছেন। যদিও ছবিটি অনেক গুরুত্বপূর্ণ তদুপরি ছবিটি হৃদয় ছুঁয়েছে নেটিজেনদের।
সেই সাথে উৎপল চৌধুরীর কাছের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন এই ‘ওয়ান উৎপল, ওয়ান ম্যান সাইবার পুলিশ’ খ্যাত এই পুলিশ অফিসার।
news/ra/rmp/2023
Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.
Subscribe to get the latest posts sent to your email.