rajshahi-college-student-journalist-torture
রাজশাহী কলেজে ছাত্র ও সাংবাদিক নির্যাতনের ঘটনায় ক্ষমা চেয়েছেন কলেজ সভাপতি

রাজশাহী কলেজে ছাত্র ও সাংবাদিক নির্যাতনের ঘটনায় ক্ষমা চেয়েছেন কলেজ সভাপতি

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

রাজশাহী কলেজ প্রতিনিধি, উত্তরবঙ্গ প্রতিদিন :: মিছিলে না যাওয়ায় রাজশাহী কলেজ হোস্টেলের ৩০ জন সাধারণ ছাত্রকে পিটিয়েছেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। এরপর তাদের নির্যাতনও করা হয়। বুধবার রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের ই ও বি ব্লকে এ নির্যাতনের ঘটনা ঘটে। মারধরের ঘটনায় রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির ২ সাংবাদিক সদস্যও আহত হয়েছেন। রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাসিক দত্তের নেতৃত্বে মারধরের এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন আহত ছাত্রসহ সংশ্লীষ্ট কর্তৃপক্ষ। এদিকে রাজশাহী কলেজে নির্যাতনের শিকার  উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব ও শরীফুল ইসলাম। তারা রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) সদস্য। 

 

 

আরেক ভুক্তভোগী শরিফুল ইসলাম বলেন, সন্ধ্যায় রুমে ঢুকে নিউজ লিখছিলাম। এ সময় রাশিক দত্তের কর্মী শাহরুখ রুমে ঢুকে অতর্কিত মারতে থাকেন। সাংবাদিক পরিচয় দিলে আরও মারতে থাকেন। তার সঙ্গে আরও ছেলেরা এসে মেরে রুম থেকে বের করে দেন ও ধাক্কাতে ধাক্কাতে অন্য ব্লকে নিয়ে যান। সেখানে ৪০ জন শিক্ষার্থীকে দেখি, যাদের আটকে রেখেছেন। পরে সবাইকে জোর করে নিয়ে যান প্রোগ্রামে।

 

 

উক্ত বিষয়ে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি ও রাজশাহী কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি নূর মোহাম্মদ সিয়াম বলেন, ঘটনাটি আমি শুনেছি। এ ঘটনা শুনে আমিও বিব্রত। এর আগে আমরাও সেখানে ছিলাম কিন্তু এরকম ঘটনা কখনই ঘটেনি।তবে কলেজে ছাত্র ও সাংবাদিকদের সাথে আমরা খুব আন্তরিক ছিলাম।

 

 

তবে দলীয় কর্মসূচিতে না আসায় রাজশাহী কলেজের ছাত্রাবাসে সাংবাদিকসহ শিক্ষার্থীদের পেটানোর ঘটনায় ক্ষমা চেয়েছেন ছাত্রলীগ সভাপতি রাসিক দত্ত। সেই সঙ্গে নিজেদের দোষ স্বীকার করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী কলেজ শিক্ষক মিলনায়তনে আলোচনা সভায় বসে কলেজ প্রশাসন, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, কলেজ ছাত্রলীগ ও রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নেতারা। সেখানে শিক্ষার্থীদের পেটানোর ঘটনায় পুনরায় ক্ষমা চান ছাত্রলীগ সভাপতি রাসিক দত্ত।

 

এক বক্তব্যে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক বলেন, এর আগেও রাশিকের নেতৃত্বে সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছিল। সেটা মোটামুটি এক ধরনের দফারফা হয়েছিল। আর সে এরকম ঘটাবে না বলে আমাদের কাছে জানিয়েছিল। আবারও সে একই ধরনের ঘটনা ঘটিয়েছে শুনে আমরা শিক্ষক সমাজ বিব্রত। 

 

তিনি আরোও বলেন, রাজশাহী কলেজের অব্যাহত সুনামকে নষ্ট করতে ছাত্রলীগ নামধারী কিছু শিক্ষার্থী ছাত্রাবাসে যে নৈরাজ্য সৃষ্টি করেছে, তা সমাধানে কলেজ প্রশাসন আন্তরিক। উদ্ভুত ঘটনায় ছাত্রলীগ ক্ষমা চেয়েছে।


News Source & Ref : CNN  BBC  AL-Jazira AP NY TIMES   Google News  Yahoo news   Bing

উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.