Rajshahi-city-corporation-election-2023-counsilor.jpg
জেনে নিন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে কোন কাউন্সিলর প্রার্থীর কয়টি মামলা

রাসিক নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের কার নামে কয়টি মামলা

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

সম্রাট, উত্তরবঙ্গ প্রতিদিন :: আসন্ন রাসিক নির্বাচনে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিল হতে ৩০টি ওয়ার্ড থেকে মোট ১৬৪ জন প্রার্থী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে সাধারণ কাউন্সিল প্রার্থী রয়েছেন ১১৭ জন। সংরক্ষিত আসনে প্রার্থী রয়েছেন ৪৬ জন। ১৬৩ জনের হলফনামায় এমন তথ্য পাওয়া গেছে। রাসিক নির্বাচনে অংশ নেওয়া ১৬৩ জন প্রার্থীদের হলফনামা সূত্রে জানা গেছে, সাধারণ কাউন্সিলদের মধ্যে শিক্ষাগত যোগ্যতায় এসএসসি পাস এমন প্রার্থী ২৭ জন। 

 

৮ম শ্রেণি পাস ২৪ প্রার্থী, স্বাক্ষর জ্ঞানসম্পন্ন ও স্বশিক্ষিত ১৪ প্রার্থী। আর এইচএসসি পাস করা ১৭ জন প্রার্থী ও উচ্চ শিক্ষায় শিক্ষিত এমন ৩৫ প্রার্থী কাউন্সিল হতে চান। সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ৪৬ জনের হলফনামায় দেখা গেছে, তাদের মধ্যে স্বাক্ষরজ্ঞান সম্পন্ন প্রার্থী রয়েছেন ৮ জন, অষ্টম শ্রেণি পাস ১২ জন, এসএসসি পাস ৭, এইচএসসি পাস ৭ এবং মাস্টার্স, এমএ, বিএ পাস ১২ জন প্রার্থী আছেন।

 

কিন্তু কাউন্সিলর প্রার্থীদের মধ্যে কার নামে কয়টি মামলা আছে তাও জানার দরকার রাজশাহী নগরবাসীর। তবে নির্বাচন অফিস ও স্থানীয় সূত্রানুসারে নিম্নে কাউন্সিলরদের মামলার তথ্য ও উপাত্ত তুলে ধরা হল।

 

২ নম্বর ওয়ার্ডের প্রার্থী মোখলেসুর রহমান আছে ৭ টি মামলা।

২ নম্বর ওয়ার্ডের প্রার্থী নোমানুল ইসলামের নামে মামলা আছে ২টি।

৩ নং ওয়ার্ড প্রার্থী ও বর্তমান কাউন্সিলর কামাল হোসেন – ১টি হত্যা মামলা।

৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী রুহুল আমিন ৮টি মামলা।

৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী কাউন্সিলর প্রার্থী মো. কামরুজ্জামান – ২০টি মামলা  (অস্বীকৃত)

৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী হামিদুল ইসলামর ২টি মামলা।

৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী বদিউজ্জামান  ১টি মামলা।

৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর মতিউর রহমান – ১টি মামলা।

৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী জহিরুল ইসলাম রুবেল – ৩টি মামলা

৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী জানে আলম খান জনি ১টি মামলা।

১০ নম্বর ওয়ার্ডের প্রার্থী রাজ্জাক আহমেদ – ২টি মামলা

১০ নম্বর ওয়ার্ডের প্রার্থী আমিনুল ইসলাম মামলা ১টি মামলা

১০ নম্বরের প্রার্থী রাজ্জাক আহমেদ রাজন ২টি মামলা

১১ নম্বর ওয়ার্ডের প্রার্থী আবুবক্কর কিনু ১টি মামলা

১৪ নম্বর ওয়ার্ডের  টুটুলের ৩টি মামলা

১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আফজাল হোসেন  ১৪টি মামলা

১৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী মুরাদ আলী ১টি মামলা

১৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী রেজাউন নবী আল মামুন ১টি মামলা

১৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর বেলাল ২টি মামলা 

১৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী আশরাফ হোসেন বাবু ৩টি মামলার আসামি

১৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী নুরুজ্জামান টিটো  ২টি মামলা

২৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী ২টি মামলা

২৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ১টি মামলা

২৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী জাহাঙ্গীর আলম ১টি মামলা

২৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর তরিকুল আলম ৩টি মামলা

২৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী রবিউল ইসলাম – ১০টি মামলা (খালাস৬টি) 

২৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী মনিরুজ্জামান

২৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর আনোয়ারুল আমিন – ৩টি মামলা

২৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু – ২টি মামলা।

২৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী গিয়াস উদ্দিন  ৯ টি মামলা

২৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও প্রার্থী মাসুদ রানা (শাহিন) ৩ টি মামলা। 

২৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী প্রার্থী আনারুল ইসলাম ১টি

২৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী একলাস হোসেন লাকি ১টি মামলা 

২৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী আবু জাফর বাবু – ১টি মামলা।

৩০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী জামায়াত নেতা আবদুস সামাদ – ৬ টি মামলা 

৩০ নম্বরের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর শহিদুল ইসলামের ১টি  মামলা।

 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.