Rajshahi-League-leader-Dablu-Sarkar-obscene-video
রাজশাহী মহানগর আওয়ামীলীগ নেতার অশ্লীল ভিডিও নিয়ে ধুম্রজাল

রাজশাহী মহানগর আওয়ামীলীগ নেতার অশ্লীল ভিডিও নিয়ে ধুম্রজাল

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন ::  রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে  ছড়িয়ে পড়লে শুক্রবার দিনব্যাপী ওই ভিডিওটি ভাইরাল হয়।  রাজশাহীর আওয়ামী লীগ নেতার এমন অশ্লীল ভিডিও নিয়ে গত ২ দিন ধরে রাজনৈতিক অঙ্গন ও নেট দুনিয়ায় চলছে আলোচনা সমালোচনার ঝড়। কেউ বলছেন এটা ইডিটেড আবার কেউ বলছেন অরজিনাল। তবে ভিডিওর সোর্স এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।

 

 

 

তবে অপ্রিয় হলেও সত্য যে, দেশের প্রথম সারির কয়েকটি গণমাধ্যম “ডাবলু সরকারের অশ্লীল ভিডিওর”  সংবাদটি পূর্নাঙ্গ ভাবে তাদের ওয়েবসাইট থেকে মুছে দিয়েছে কর্তৃপক্ষ । গুগল সার্চে গিয়ে দেখা যায়, জাতীয় সংবাদ চ্যানেল আরটিভি নিউজটি ডিলিট করে দিয়েছে। সংবাদ চ্যানেল নিউজ টুয়েন্টি ফোর বিডি.টিভিও সংবাদটি ডিলিট করে দিয়েছে। এছাড়া প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়ার বেশ কয়েকটি গনমাধ্যমও সংবাদটি হাইড করেছে। গুগল সার্চ রেজাল্টে ‘বাংলাদেশ প্রতিদিনের’ মত পত্রিকার ওয়েব ভার্ষনে গিয়ে দেখা যায়, ওয়েবসাইটে সংবাদটি নেই।

 

উক্ত ভিডিটিওর মর্মার্থ এই যে, ডাবলু সরকার এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন এবং অশ্লীল কাজ করেছেন। যদিও ওই নারীর ছবিটি  ব্লার করে দেওয়া হয়েছে এবং সেই সাথে মোবাইল ফোনের কথাবার্তাও সাইলেন্ট করে রাখা হয়েছে। 

 

এদিকে আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও করেছেন। শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় নিজে বাদী হয়ে এ মামলা করেছেন তিনি।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ‘একটি অনলাইন পোর্টালের ফেসবুক পেজে কে বা কারা তাঁকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে এডিটিংয়ের মাধ্যমে মিথ্যা অশ্লীল ভিডিও তৈরি করে সম্মানহানী করার চেষ্টা করছে। ওই অনলাইন পোর্টালে লেখা আছে, তিনি একজন নারীর সাথে অশ্লীল কাজ করাকালে ভিডিওটি গোপন ক্যামেরায় ধারণ করা হয়েছে।’

 

এজাহারে আরও বলা হয়, ‘ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটে ভাইরাল হওয়ার কথা ওই অনলাইন পত্রিকায় লেখা থাকলেও এখন পর্যন্ত ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটে পাওয়া যায়নি। অজ্ঞাতনামা কে বা কারা নিজ স্বার্থ হাসিলের লক্ষ্যে মিথ্যা প্রচারণা করে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। 

Rajshahi-Awami-League-leader-Dablu-Sarkar-obscene
রাজশাহী মহানগর আওয়ামীলীগ নেতার অশ্লীল ভিডিও নিয়ে ধুম্রজাল

 

ডাবলু সরাকারের মামলার বিষয়টি নিশ্চিত করে  রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী উত্তরবঙ্গ প্রতিদিনকে জানান , ‘ডাবলু সরকার আইসিটি এক্টে একটি মামলা দায়ের করেছেন। উক্ত মামলাটির তদন্ত চলমান রয়েছে। এখনই কোন মন্তব্য করা সমীচীন হবেনা।

 

অন্যদিকে ভিডিওটির বিষয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন – ভিডিওটি এডিট করা। ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তার শরীরের ওপরের অংশটি আমার। আমি অনেক সময় জিমে খালি গায়ে থাকি। সেখান থেকে ভিডিওটি নিয়ে অন্য এক ব্যক্তির শরীরের নিচের অংশের সাথে জোড়া দেওয়া হয়েছে। এ বিষয়ে আমি মামলা করেছি। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।

 

এই ভিডিওর ব্যাপারটি শুক্রবার দুপুর থেকে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। নেতাকর্মীদের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে ভিডিওটির বিষয়ে কিছুই জানেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। 

 

শনিবার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সাথে যোগাযোগ করা হলে তিনি উত্তরবঙ্গ প্রতিদিনকে জানান , ডাবলু সরকারের বিষয়টা আমি আপনার কাছেই প্রথম শুনলাম। আমাকে কেউ ইতিপূর্বে বলেননি কিংবা কেউ জানাননি। কাজেই এ বিষয়ে আমার কোন মন্তব্য নেই। বিষয়টি  সম্পর্কে আমাকে পূর্নাঙ্গভাবে খোঁজ খবর নিতে হবে।

 

তবে ডাবলু সরকারের ভিডিও নিয়ে নেটিজেনরা বলছেন – উক্ত ভিডিওটি ফরেনসিক ল্যাবের মাধ্যমে দ্রুত যাঁচাইপূর্বক ভিডিও প্রকাশকারীরকে দ্রুত আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করা হোক।


 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.