Rajshahi-9-ward-counsilor-rasel-zaman-images.jpg
রাজশাহী সিটি নির্বাচনে ৯ নং ওয়ার্ডে অপ্রতিরোধ্য রাসেল জামান

রাজশাহী সিটি নির্বাচনে ৯নং ওয়ার্ডে অপ্রতিরোধ্য রাসেল জামান

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

রাজনৈতিক প্রতিবেদক,উত্তরবঙ্গ প্রতিদিন :: আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশনের  নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সিটি কর্পোরেশনকে মোট ৩০টি ওয়ার্ড রয়েছে। প্রতিটি ওয়ার্ডে একাধিক কাউন্সিলর প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করবেন। আর তাই সিটি নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী মহানগরবাসীর মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সেই সাথে নানা প্রতিশ্রুতি ও পোষ্টার ফেষ্টুন তৈরিতে ব্যাস্ত প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগরীর ৯ নং ওয়ার্ড অর্থাৎ দর্গাপাড়া, পাঠানপাড়া, হোসনীগঞ্জ, বেতপট্টি ও সাহেববাজারের কিছু অংশ এলাকা নিয়ে চলছে কাউন্সিলর প্রার্থীদের  বিভিন্ন কাউন্ট ডাউন । 

 

 

রাসিকের এই নির্বাচনে রাজশাহী  মহানগর আওয়ামী লীগ (বোয়ালিয়া পশ্চিম) এর সাংগঠনিক সম্পাদক,  বিশিষ্ট সমাজ সেবক,  ক্রীড়াবীদ ও বর্তমান ৯ নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান কাউন্সিলর পদ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। টিফিন ক্যারিয়ার মার্কা নিয়ে আবারও নেমেছেন নির্বাচনী প্রচারণায়। সেই অনুযায়ী দিন রাত অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে পার করছেন ব্যস্ততম সময়। এরই মধ্যে উত্তরবঙ্গ প্রতিদিনের সাথে একান্ত আলাপকালে জানিয়েছেন নানামুখী উদ্যোগ গ্রহনের কথা।

 

 

Rajshahi-9-ward-counsilor-rasel-zaman.jpg
সামাজিক কার্যক্রমে কাউন্সিলর রাসেল জামান

বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত তরুন কাউন্সিলর রাসেল জামান বলেন – ২০২১ সালের উপ-নির্বাচনে জয়ী হওয়ার পর বিগত ২ বছর যাবৎ ৯ নং ওয়ার্ডবাসীর সেবায় নিয়োজিত আছি। সুখ দুখে আপামর জনতার মাঝেই থাকার চেস্টা করেছি। কাউন্সিলর নয় বরং  ৯ নং ওয়ার্ডের সন্তান হিসেবে সবার কাছে আমি ঋনী। কারন তারা আমাকে যোগ্য মনে করেছেন বলেই আমি কাউন্সিলের হতে পেরেছিলাম। বিধায় আমাকে আমার ভোটাররাই আবার দাড় করিয়েছেন। বিগত নির্বাচনের মতো এবারও তারা আমার পাশে থাকবেন বলে আমি আশাবাদী।’

 

 

রাসেল জামান তার  নির্বাচনী ইশতেহারের বরাত দিয়ে উত্তরবঙ্গ প্রতিদিনকে জানান, রাসিকের ৯ ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। শুধু তাই এলাকার মানুষের সমন্বয়ে সকলের পরামর্শে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং একটি  মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের প্রত্যাশা ও দাবি পূরণে নিরলসভাবে ওয়ার্ডের শিক্ষা, চিকিৎসা, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, পয়:নিস্কাসন ব্যবস্থাসহ উন্নয়ন ও সমৃদ্ধিতে কাজ করে যাবো ইনশাআল্লাহ। সারাদেশে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার উন্নয়নের যে জোয়ার বইছে সেই জোয়ারে সাথে ৯ নং ওয়ার্ডকেও এগিয়ে নিতে চাই। যদি ৯ নং ওয়ার্ডবাসী আমাকে আবারোও সুযোগ প্রদান করে তাহলে আমি এই ওয়ার্ডকে একটি আধুনিক, স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।

 

Rajshahi-9-ward-counsilor-rasel-zaman2023.jpg
শুধুমাত্র কাউন্সিলর নয়, ওয়ার্ডবাসীর সন্তান হিসেবে থাকতে চাই

এদিকে রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ এই ওয়ার্ডের  বাসিন্দা আকতারুল হাসান বলেন, তারা তাদের বর্তমান কাউন্সিলর রাসেল জামানকেই বিজয়ী হিসেবে দেখতে চান। কেননা  তিনি কাউন্সিলর না হওয়ার পরও করোনাভাইরাস মহামারির সময়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিয়েছেন এবং অসহায় ও দরিদ্রদের খাবার পৌঁছে দিয়েছেন। সাধারন মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন।করোনা মহামারীতে কেউ মারা গেলেও তার দাফন কাফনের ব্যবস্থা করেছেন। বিধায় রাসেল জামান আমাদের কাছে কাউন্সিলর পরে তবে আগে তিনি আমাদেরই সন্তান।

 

রাসিকের  ৯ নং ওয়ার্ডবাসীর মধ্যে দর্গাপাড়া এলাকার ৭৫ বছর বয়স্ক রহিমা বেওয়া জানান, রাসেল জামান কাউন্সিলর হিসেবে একজন যোগ্য ব্যাক্তি। ওকে যখনই ডেকেছি তখনই পেয়েছি। রাসেলের জন্য আমি দোয়া করি সে যেন আবার কাউন্সিলর নির্বাচিত হয়।

 

 

Rajshahi-9-ward-counsilor-rasel-zaman-images.jpg
রাজশাহী সিটি নির্বাচনে ৯ নং ওয়ার্ডে অপ্রতিরোধ্য রাসেল জামান

রাজশাহী পাঠানপাড়া এলাকার প্রফেসর আলাউদ্দিন জানান, রাসেল জামানের   বিরুদ্ধে কোন খারাপ রেকর্ড নেই। সে একজন সমাজসেবক ও ক্রীড়াবিদ। আর তাই ৯ নং ওয়ার্ড এলাকাবাসী রাসেল জামানের পাশে থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনও রাসেল জামানের প্রতি আস্থাশীল। বিধায় আমরাও চাই রাসেল জামান যেন পুনরায় কাউন্সিলর নির্বাচিত হয়ে এই ওয়ার্ডবাসীর প্রতি তার দ্বায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারে।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.