rashahi-city-14-word-counsilor-anar-news
শোক ও শ্রদ্ধায় রাসিকের ১৪ নং ওয়ার্ডে পালিত হলো জাতীয় শোক দিবস

শোক ও শ্রদ্ধায় রাসিকের ১৪ নং ওয়ার্ডে পালিত হলো জাতীয় শোক দিবস

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর ও ১৪নং ওয়ার্ড পশ্চিম আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনার

 

 

তার বিদেহীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার মাহফিলের আয়োজন করেন সার্বজনীন  কাউন্সিলর আনার। আজ ১৫ আগস্ট বাদ মাগরিব রাজশাহী মহানগরীর তেরখাদিয়া মোড়ে কাউন্সিলর কার্যালয়ের হলরুমে এ দোয়া মাহফিলে বিপুল সংখ্যক ওয়ার্ডবাসী উপস্থিত ছিলেন। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

রাজশাহীতে শোক দিবসের এই কর্মসূচিতে জীবন জনপ্রিয় এই ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনার বলেন – জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালি জাতির মুক্তির দিশারি।আজকের এই দিনটি ইতিহাসের একটি কালো অধ্যায়। ১৯৭৫ সালের পনেরোই আগস্ট জাতির পিতা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা-স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে জঘন্য-নৃশংসভাবে হত্যা করে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারী স্বাধীনতা বিরোধী চক্র বাঙালি জাতীয়তাবাদকে সমূলে নির্মূল করতে চেয়েছিলো। পৃথিবীর ইতিহাসে এমন নৃশংস হত্যাকাণ্ডের নজির আর নেই। বঙ্গবন্ধুকে হত্যার পাশাপাশি ঘাতক চক্র বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পরিবারবর্গকে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করে। এ হত্যাকাণ্ডে বাদ যায়নি শিশুসহ অন্তঃসত্ত্বা নারীরাও। 

 

কাউন্সিলর আনোয়ার হোসেন আনার আরোও  বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপসহীন ও মানবতাবাদী নেতৃত্ব এ দেশের মুক্তিকামী মানুষের মনে স্বাধীনতার ঢেউ তুলেছিল। যার ফলশ্রুতিতে সর্বস্তরের জনতা বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে নিজেদের জীবনবাজি রেখেছিল। বঙ্গবন্ধু আজও আন্তর্জাতিক পর্যায়ে মহান স্বপ্নদ্রষ্টা রাষ্ট্রনায়ক হিসেবে খ্যাত। বাংলা ভাষাকে বিশ্বের মঞ্চে অন্যতম শ্রেষ্ঠত্বের মর্যাদা এনে দিয়েছেন বঙ্গবন্ধু। তিনি সেই বিরল নেতা যিনি ধর্মমত নির্বিশেষে সব মানুষের মনে স্থান করে নিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু বাঙালি জাতির কাছে অমর, অব্যয় ও চিরঞ্জীব হয়ে থাকবেন।

 

তাই বঙ্গবন্ধুর আদর্শকে লালন ও ধারণ করে আজকের এই শোকের দিনে শোককে শক্তিতে পরিণত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী-পুরুষ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.