র‌্যাব-৫ এর অধিনায়কের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিতর‌্যাব-৫ এর অধিনায়কের সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

📌নিজস্ব প্রতিবেদক। উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহী মহানগরীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. পারভেজ। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-৫ রাজশাহীর সদর দপ্তরে তিনি এ মতবিনিময় করেন।

 

এ সময় র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. পারভেজ বলেন, সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনেক অনিয়ম দুর্নীতি লেখনির মাধ্যমে উঠে আসে।সাংবাদিকদের তিনি বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কথা জানান। সেই সঙ্গে কোনো তথ্য পেলে যাচাই-বাছাই করে প্রকাশ করার অনুরোধ জানান।  

 

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, র‌্যাব-৫ সবসময় অপরাধ ও মাদক নিমূলে কাজ করে যাচ্ছে। র‌্যাব অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদা প্রস্তত রয়েছে। ভবিষ্যতেও অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। এ সময় র‌্যাব-৫ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

By admin

UttorbongoProtidin.Com 24/7 Bengali and English Newsportal from Rajshahi Bangladesh. Uttorbongo Protidin Covering all Latest, Breaking, Bengali Live, National, International, Sports, Entertainment & Exclusive Crime News.

You missed