আন্তর্জাতিক রিপোর্ট, উত্তরবঙ্গ প্রতিদিন :: সম্প্রতি সুইডেনে কোরআন পোড়ানোর একাধিক ঘটনা ঘটে। একই ঘটনা ঘটে ইউরোপের আরেক দেশ ডেনমার্কেও। এসব ঘটনায় বিশ্বজুড়ে মুসলিম দেশগুলোতে ক্ষোভের সৃষ্টি হয়। ইরানের সুপ্রিম নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই কোরআন পোড়ানোর ঘটনায় দায়ীদের কঠোর শাস্তির আহ্বান জানান।
সাম্প্রতিক সময়ে নরডিক দেশগুলোতে কুরআন পোড়ানোর ঘটনা বাড়ায় মুসলিম বিশ্বের উদ্বেগের প্রেক্ষিতে জনসম্মুখে পবিত্র কুরআন পোড়ানোকে নিষিদ্ধ ঘোষণা করতে যাচ্ছে ডেনমার্ক সরকার। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ডেনমার্কের বিচারমন্ত্রী পিটার হামেলগার্ড।
শুক্রবার (২৫ আগস্ট) দেশটি এ সংক্রান্ত এক আইন প্রস্তাব করেছে। ডেনমার্কের বিচার মন্ত্রী পিটার হামেলগার্ড এক সংবাদ সম্মেলনে বলেন, সরকার একটি আইন করতে যাচ্ছে, যেখানে ধর্মীয় তাৎপর্য বজায় রাখার জন্য বলা হবে এবং ধর্মীয় বিষয় নিয়ে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটানো যাবে না।
নর্ডীয় রাষ্ট্রসমূহ বলতে উত্তর ইউরোপ ও উত্তর আটলান্টিক মহাসাগরের অংশবিশেষ নিয়ে একটি অঞ্চল গঠন করেছে। দেশগুলি হল ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে এবং সুইডেন। এছাড়া ফারো দ্বীপপুঞ্জ, গ্রিনল্যান্ড, সভালবার্দ এবং অলান্দ দ্বীপপুঞ্জও এর আওতায় পড়েছে।
[caption id="attachment_113537" align="alignnone" width="900"] ডেনমার্কে কুরআন পোড়ানো নিষিদ্ধ করতে বিল পাশ হচ্ছে[/caption]
এই প্রস্তাব কুরআন পোড়ানো কারীদের জন্য একটি শিক্ষা। সাম্প্রতিক সময়ে ডেনমার্ক ও সুইডেনে একের পর এক কুরআন পোড়ানোর ঘটনায় মুসলিম বিশ্ব নিন্দা জানায় এবং দেশগুলোর সরকার প্রধানকে এ ঘটনা বন্ধে আহ্বান জানায়। কুরআন পোড়ানোয় ঘটনায় ডেনমার্ক তাদের সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করে। কারণ সন্ত্রাসী হামলা হতে পারে এমন ধারণা থেকে দেশটিতে নিরাপত্তা জোরদার করা হয়। নরডিক দেশগুলো বিরোধী দলের দ্বারা সমালোচনার শিকার হলেও সরকার কুরআন পোড়ানোর ক্ষেত্রে আইন করতে যাচ্ছে।
তবে সার্বিক বিষয়ে আবারোও ইরানের সুপ্রিম নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই কোরআন পোড়ানোর ঘটনায় দায়ীদের কঠোর শাস্তির আহ্বান জানিয়েছেন দেশগুলোর সরকার প্রধানদের কাছে।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com