Rajshahi-Imam-programme-about-quran.jpg
কোরআন পোড়ানোর প্রতিবাদে রাজশাহীতে ইমামদের বিক্ষোভ মিছিল

কোরআন পোড়ানোর প্রতিবাদে রাজশাহীতে ইমামদের বিক্ষোভ মিছিল

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: সুইডেনে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার (৭ জুলাই) রাজশাহীর সর্বস্তরের ওলামা-মাশায়েখদের আয়োজনে জুমার নামাজ শেষে সাহেববাজার জিরো পয়েন্টে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে জাতীয় ইমাম সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি মোস্তফা আল মারুফ, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা ইয়াহিয়াসহ বিভিন্ন পর্যায়ের ধর্মীয় নেতারা বক্তব্য দেন।

 

 

জাতীয় ইমাম সমিতি রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দরা বলেন, মত প্রকাশের স্বাধীনতার নামে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীক কোরআনকে অপমান ও অবমাননা করা হয়েছে।এই ধৃষ্টতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আন্দোলনের মাধ্যমে দোষীর শাস্তি নিশ্চিত করতে হবে।

 

quran-burner-momik-in-sweden
সুইডেনে কোরআন অবমাননায় ফুঁসে উঠেছে মুসলিম বিশ্ব

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ শেষে রাজশাহীর  জিরো পয়েন্ট থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজশাহীর  জিরো পয়েন্টে এসে সমাবেশটি শেষ হয়।

 

উল্লেখ্য যে, গেল পবিত্র ঈদুল আজহার দিনে সুইডেনের স্টকহোম শহরের কেন্দ্রীয় মসজিদের বাইরে কোরআন পোড়ানোর ঘটনায় মুসলিম দেশগুলো ইতিমধ্যে কড়া নিন্দা জানিয়েছে। এর মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ মুসলিম বিশ্বের সকল দেশ এর তীব্র নিন্দা জানিয়েছে।

 


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.