আন্তর্জাতিক রিপোর্ট । উত্তরবঙ্গ প্রতিদিন :: কদিন আগেই শেষ হলো কান চলচিত্র উৎসব। যে উৎসবের একটি অংশ ছিল মডেলিং নিয়ে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাওয়া মডেলদের ভিড়ে আয়ারল্যান্ড থেকে যাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মাকসুদা আক্তার প্রিয়তিও ছিলেন একজন প্রতিযোগী। সবাইকে ছাড়িয়ে টপ মডেল হয়ে ইন্টেগ্রিটি অ্যাওয়ার্ড পান বাংলাদেশে জন্ম নেওয়া এই মডেল। নিজের কাজের ঝুলিতে আরও এক অর্জন জমা করলেন এই তারকা। এই প্রাপ্তিতে দারুণ উচ্ছ্বসিত প্রিয়তি।
চূড়ান্ত আসরে বিজয়ীর নাম ঘোষণার মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করেছেন প্রিয়তি। তাতে দেখা যায়, সব নাম ঘোষণার পর কাঙ্ক্ষিত একটি নামের অপেক্ষায় সবাই। সেই মহেন্দ্রক্ষণে ভেসে আসে মাকসুদা নামটি। সঙ্গে সঙ্গে উপস্থিত সকলে চিৎকার করে উঠেন। আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রিয়তি।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে নামি নামি মডেলরা এই উৎসবে অংশ নেন। তাদের মধ্য থেকে টপ মডেলের অ্যাওয়ার্ড প্রদান করা হয় বলেও জানান প্রিয়তি। এই প্রতিযোগিতায় ফটোগ্রাফিক অ্যাওয়ার্ড, পারসোনাল স্টাইল অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি।
[embed]https:\/\/preview-xupnewsc.uttorbongoprotidin.com//preview-xupnewsc.uttorbongoprotidin.com//www.instagram.com/p/CTKRziJsIm_/?utm_source=ig_web_copy_link[/embed]
রাজধানী ঢাকায় জন্মগ্রহণ করেন প্রিয়তি। শৈশব কেটেছে এই শহরেই। কৈশোরে তিনি পাড়ি জমান আয়ারল্যান্ডে। ইতোমধ্যে বাংলাদেশি বংশোদ্ভুত প্রিয়তি মিস আয়ারল্যান্ড ২০১৪ প্রতিযোগিতায় বিজয়ীর মুকুট মাথায় তুলেছেন। শুধু তাই নয়, মিস আর্থ ২০১৬ প্রতিযোগিতায় বিজয়ী হন। প্রিয়তি নাম লেখিয়েছেন চলচ্চিত্রে।
পরিচালক কিয়ারন ডেভিস প্রিয়তিকে নিয়ে প্রথম নির্মাণ করেন ‘ওয়ান্ডারল্যান্ড’ শিরোনামে চলচ্চিত্র। প্রিয়তি অভিনীত দ্বিতীয় আইরিশ চলচ্চিত্র ‘কোকোলান’। এ সিনেমাটিও নির্মাণ করেছেন তিনি। এরপর কিয়ারন প্রিয়তিকে নিয়ে নির্মাণ করেন ‘দ্য মাউন্টেন অব সেরেনিটি’ শিরোনামে চলচ্চিত্র। তবে দেশ ছেড়ে অন্য দেশে নিজের জায়গা করেছেন তিনি একরাশ অভিমান নিয়েই।
প্রকাশক:ফাহমিদা খান, প্রধান সম্পাদক:এম.এ.হাবিব জুয়েল,বার্তা সম্পাদক : রমজান আলী কর্তৃক উত্তরা ক্লিনিক মোড়,উপশহর,বোয়ালিয়া,রাজশাহী-৬২০৩,বাংলাদেশ থেকে সম্পাদিত ও প্রকাশিত।বার্তা কক্ষ ০১৭১৫৩০০২৬৫ । ইমেইল: uttorbongoprotidin@gmail.com