নিজস্ব প্রতিবেদক , উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীতে দামকুড়া থানার পুলিশ কনস্টেবল জাহিদের বিরুদ্ধে হুমকি ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।🔥
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৫টায় রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এসকল অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল কাইউম।
সংবাদ সম্মেলনে অভিযোগ জানিয়ে জমি ব্যবসায়ী আব্দুল কাইউম সাংবাদিকদের জানান – তার পরিবারকে জোর পূর্বক তুলে নিয়ে যাওয়ার পর দেশীয় অস্ত্রের মুখে ৪টি ফাঁকা চেক এবং ১২টি স্ট্যাম্প ছিনিয়ে নেওয়া হয়েছে। হুমকি, স্ট্যাম্প ও চেক ছিনিয়ে নেয়ার নিষয়ে প্রশাসনের নিরব ভূমিকা পালন করছে, যা অত্যন্ত দু:খজনক।
এসময় তিনি বলেন, জমি ব্যবসার পার্টনার কন্সটেবল জাহিদ হাসান, আইনজীবী সহকারী মো: ফিরোজ রহমান পিটার, মো . জাহিদ ও মো. আয়নালের সাথে জমি ব্যবসার জেরে একটি সম্পর্ক তৈরী হয়। এরপর, একটি জমি বায়না করা বাবদ ২৫ লক্ষ টাকা লেনদেন হয়। দেশের চলমান সংকটময় অবস্থায় জমিটি বিক্রি না হওয়ায় লগ্নিকৃত অর্থ ব্যবসায়িক পার্টনারদের হাতে ফেরত না দেওয়ায় চড়াও হয় অভিযুক্তরা। তবে, জমিটি বিক্রি হলে লাভসহ লগ্নিকৃত অর্থ ফেরত দেওয়া হবে বলেও জানায় ভুক্তোভোগী ব্যবসায়ী।
তিনি আরো বলেন, এক পর্যায়ে তারা আমাকে ৪টি ফাঁকা চেক ও ১২টি ফাঁকা স্ট্যাম্পে জোর পূর্বক অস্ত্রের মুখে জিম্মি করে চেক-স্ট্যাস্পে স্বাক্ষর করায়। এরপর, অভিযুক্তরা আমার মা ও স্ত্রীকে প্রকাশ্যে হুমকি প্রদান করে। ঘটনার পর রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। বিষয়টি নিয়ে অভিযুক্ত পুলিশ সদস্য জাহিদ হাসানের নাম বাদ রেখে অভিযোগ অনুসন্ধানের জন্য আহবান করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দায়িত্বপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার কুদরত-ই-খুদা শুভ।
সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ব্যবসায়ী আব্দুল কাইউম জড়িত পুলিশ সদস্য জাহিদের বিরুদ্ধে আনীত অভিযোগের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে, অভিযুক্ত রাজশাহী দামকুড়া থানায় কর্মরত পুলিশ সদস্য জাহিদ হাসান বলেন, আমি ঘটনাটির সাথে জাড়িত নই। আমি সরকারি চাকুরি করি বিধায় আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র করছে। আইনগত ব্যবস্থা গ্রহনের বিষয়ে জানতে চাইলে বলেন, এখনো আইনি ব্যবস্থা গ্রহন করিনি। তবে, এক মুরগিকে কতবার জবাই করবে ? আমি শুনেছি আমার বিষয়ে অভিযোগ অনুসন্ধান চালিয়ে ব্যবস্থা গ্রহন করবে পুলিশ কমিশনার।
ভিডিও দেখুন নিচের লিংকে 🔻
Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.
Subscribe to get the latest posts sent to your email.