Press conference to protest terrorist attacks on individual candidates in Rajshahi Zilla Parishad elections
রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে সতন্ত্র প্রার্থীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে সতন্ত্র প্রার্থীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে সতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আক্তারুজ্জামান আকতার তার নির্বাচনি প্রচারনায় দলীয় প্রর্থী সমর্থক গোষ্ঠী কর্তৃক বাধাগ্রস্ত ও লাঞ্চিত হওয়ার প্রতিবাদে আজ রোজ শুক্রবার ০৭-১০-২২ ইং তারিখে রাজশাহী কোর্ট ঢালুর মোড় লোটাস কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলন আয়োজন করেন, এবং উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তার প্রতি হুমকি ধামকি ও লাঞ্চিত হওয়ায় প্রতিবাদ জানায়। 

 

নিম্নে তার লিখিত বক্তব্যে হুবহু তুলে ধরা হলোঃ-

 

আসসালামু আলাইকুম, আমি আখতারুজ্জামান আখতার জেলা পরিষদ নির্বাচন রাজশাহী চেয়ারম্যান প্রার্থী । আমার প্রতীক মোটরসাইকেল । রাজশাহী জেলাধীন স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের ভালোবাসা ও শ্রদ্ধার প্রতি বিশ্বাস রেখে আমি এই নির্বাচনে অংশগ্রহন করছি । আজ আমি আপনাদের সামনে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে , রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নের শুরু থেকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার অভিযানে অংশগ্রহণ করছি ।

 

প্রতীক বরাদের পর তা আরো প্রকট আকার ধারণ করেছে । নির্বাচনী প্রচার প্রচারনায় আমিসহ আমার পক্ষের নেতাকর্মীরা প্রতিনিয়ত হুমকি , মামলা , হামলার শিকার হচ্ছে । অপরদিকে ভোটারদের উপর আমার প্রতিপক্ষের প্রার্থী ও তার নির্বাচনী সহযোগীরা কালো টাকার প্রভাব খাটিয়ে ভোটারদের উপর অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা করছে । প্রতিপক্ষের হামলায় গত ৫ তারিখ রাত্রি অনুমানিক সাড়ে ১০ টায় রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় এনপি আয়েন উদ্দিনের উপস্থিতিতে আমাদের প্রচারনা কাজে বাধা সৃষ্টি , নেতাকর্মীদেরকে মারধর করে ইউনিয়ন পরিষদে আটক রেখে এমপি ও চেয়ারম্যান উভয়েই তাদের প্রতি নির্যাতন অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে ।

 

এই সময় মোহনপুর থানার ওসির নেতৃত্বে পুলিশ প্রশাসন । উপস্থিত হয়ে সেখানে আটক থাকা আমার নির্বাচনের সমস্বরকারী অ্যাড . আবু রায়হান মাসুদসহ অন্যদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায় । এই সময়ে আমার নেতাকর্মীদের ব্যবহৃত দুইটি মাইক্রোবাস এমপি ও ইউপি চেয়ারম্যানের নির্দেশে ভাঙচুর করা হয় । যা নির্বাচনী আইনের সরাসরি বরখেলাপ । পরবর্তীতে থানা থেকে আমরা আমার নির্বাচন সমন্বয়কারীসহ উদ্ধারকৃতদের আমাদের জিম্মায় নিয়ে আসি । ইউনিয়ন পরিষদে আটক অবস্থায় তাদের কাছে রক্ষিত মোবাইল ফোন , টাকাসহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয় । জেলা পরিষদ নির্বাচন অন্য নির্বাচনের মত নয় । এই নির্বাচনটি স্থানীয় সরকারের জনপ্রতিনিধি দ্বারায় নির্বাচিত হয় । এই নির্বাচনকে প্রতিদ্বন্দীতাপূর্ন ও উৎসবমুখর করার ক্ষেত্রে আমার প্রতিপক্ষ প্রার্থী ও তাদের সন্ত্রাসী ক্যাডার বাহিনী অন্তরায় ।

 

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করার পর থেকেই প্রচার প্রচারণাকালে বেশ কয়েকবার আমার এবং আমার কর্মীদের উপর ন্যাক্কারজনক হামলা করা হয়েছে । এর মধ্যে মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থীতা প্রত্যাহারের জন্য আমাকে নানাভাবে হুমকি ও ভয়ভিতি দেখানো হয় । এরমধ্যে গত ২৯/৯/২০২২ তারিখে দুর্গাপুর পৌরসভায় মেয়র দপ্তরে সম্মানিত ভোটারদের সাথে মতবিনিময়কালে স্থানীয় ছাত্রলীগের নেতা – কর্মীরা আমার উপর হামলা চালায় । এবং দুর্গাপুর থেকে বের হয়ে যাওয়ার জন্য চাপ দিতে থাকে । এ সময় উপস্থিত ভোটারদের

 

হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় । এছাড়াও বাঘা পৌরসভায় প্রচারণাকালে ০২/১০/২০২২ তারিখ প্রতিপক্ষরা দোহায় দিয়ে আমাদের স্থান ত্যাগের জন্য হুমকি দেয়া হয় । প্রিয় সাংবাদিক বন্ধুরা , আমি ইতিমধ্যেই অবগত হয়েছি , মোহনপুর থানায় অ্যাড . আবু রায়হান মাসুদকে প্রধান আসামী করে প্রায় ১৯ জন নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করেছে । আমি এই বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করছি । এখানে বিশেষভাবে উল্লেখ্য যে , এসব ঘটনার বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে রির্টার্নিং কর্মকর্তা বরাবরে আমি তিনটি অভিযোগ দাখিল করি ।

 

এর প্রেক্ষিতে রাজশাহী জেলা পরিষদ নির্বাচন ২০২২ এর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হতে পুঠিয়া – দুর্গাপুরের সংসদ সদস্য ডা . মুনছুর রহমান , পবা – মোহনপুরের সংসদ সদস্য আয়েন উদ্দিন এবং রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে নির্বাচনী প্রচারণা থেকে সরে যেতে অনুরোধ করেন । তারা সকলেই আমার প্রতিদ্বন্দী প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজে অংশগ্রহণ করছিলো । রির্টার্নিং কর্মকর্তার চিঠি দেওয়ার পর নির্বাচনী কর্মকান্ড থেকে অন্যরা রিবত থাকলেও সংসদ সদস্য আয়েন উদ্দিন নির্বাচনী আইনকে তোয়ক্কা না করে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোটারদেরকে হুমকি , প্রভাব বিস্তারের অন্যায় চেষ্টায় নিজেকে নিয়োজিত রেখেছে। 

 

চিঠি পাওয়ার পরও রির্টার্নিং কর্মকর্তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে । যা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের সামিল বলে আমি মনে করি । এদিকে , নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশনা অমান্য করে প্রচার সংখ্যার কয়েক গুন বেশি পোস্টার , ব্যানার ও ফেস্টুন ছাপিয়ে তা বিভিন্ন স্থানে লাগানো হয়েছে । যা নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন । এছাড়াও বিভিন্ন স্থানে আমার যে সকল পোস্টার লাগানো হয়েছে সেগুলোও তারা প্রতিনিয়ত ছিঁড়ে ফেলছে ।

 

এ সব ঘটনার পরে আমি প্রার্থী হিসেবে নিজেকে নিরাপদ মনে করছি না । সেক্ষেত্রে অবাধ ও নিরোপেক্ষ নির্বাচনের স্বার্থে আমি এবং আমার ভোটারদের নিরাপত্তা বিধানে রিটার্নিং কর্মকর্তার নিকট আকুল আবেদন জানাচ্ছি । এসব ঘটনা একটি সুষ্ঠু নির্বাচনের অন্তরায় ।


উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.