পবা উপজেলা প্রতিনিধি, উত্তরবঙ্গ প্রতিদিন :: রাজশাহীতে আমান কোল্ড স্টোরেজ নামে এক হিমাগারের আলুতে পচন ধরেছে; যাতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন কৃষক ও ব্যবসায়ীরা।
হিমাগারটিতে এক লাখ ৬৬ হাজার বস্তার প্রতিটিতে ৫০ কেজি করে আলু আছে বলে জানালেও কী পরিমাণ আলুতে পচন ধরেছে তা বলতে পারেননি ব্যবস্থাপক ফারুক হোসেন।
রাজশাহী জেলার পবা উপজেলার মদনহাটি এলাকার এই হিমাগারে মাত্র মাস খানেক আগেই আলু তোলেন কৃষক ও ব্যবসায়ীরা। বুধবার সকালে পচনের খবর ছড়ালে তারা হিমাগারের সামনে অবস্থান নিয়ে ক্ষতিপূরণ দাবি করেন।
রাজশাহী পবা এলাকার স্থানীয় আলু ব্যবসায়ী আব্দুর রাজ্জাক নিউজ পোর্টাল উত্তরবঙ্গ প্রতিদিনকে জানান,
, “বর্তমানে ৫০ কেজি আলুর বস্তার দাম ৬০০ টাকা। সেই হিসাবে হিমাগারের সব আলু পচে গেলে ক্ষতি হবে ৯ কোটি ৯৬ লাখ টাকার।”
আব্দুর রাজ্জাক ৭ হাজার বস্তা আলু রেখেছেন জানিয়ে বলেন, “এখন জানতে পারছি আমার সব আলু পচে গেছে। যে বস্তা খোলা হচ্ছে সেখান থেকেই বের হচ্ছে পচা আলু। বস্তায় একটা আলু পচে যাওয়া মানে সব আলু নষ্ট হওয়া। এগুলো আর খাওয়ার উপযোগী থাকে না।
যান্ত্রিক ত্রুটির কারণে আলুতে পচন ধরেছে বলে রাজশাহী জেলা কৃষি কর্মকর্তা তৌফিকুর রহমান নিউজ পোর্টাল উত্তরবঙ্গ প্রতিদিনকে জানিয়েছেন।
এই কৃষি কর্মকর্তা বলেন, ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণের জন্য আবেদন করলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ক্ষতিপূরণ আদায়ে প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
আমান কোল্ড স্টোরেযের ব্যবস্থাপক ফারুক মিয়ানিউজ পোর্টাল উত্তরবঙ্গ প্রতিদিনকে বলেন, নানা কারণে আলু পচতে পারে। আলুর মান খারাপ হলেও পচে যায়। কেন পচেছে তা জানি না। কী পরিমাণ পচেছে সে হিসাবও এখনও করা হয়নি। হিসাব করে মালিক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন।”
তবে, আলু ব্যবসায়ীরা ক্ষতিপূরন না পেলে কঠোর আন্দোলনে যাবেন বলে সাফ? জানিয়েদিয়েছেন গনমাধ্যম কর্মীদের।
Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.
Subscribe to get the latest posts sent to your email.