political-party-bnp-rally-like-international-media
আন্তর্জাতিক মিডিয়া যেমন ছিল বিএনপির সমাবেশ

আন্তর্জাতিক মিডিয়া যেমন ছিল বিএনপির সমাবেশ

Rajshahi_Pet_Care
উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, উত্তরবঙ্গ প্রতিদিন :: কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা শনিবার (১০ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানায়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে বাংলাদেশের রাজধানী ঢাকায় বিপুল সংখ্যক মানুষের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবি জানান। প্রতিবেদনে আরও বলা হয়, শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। যেখানে অংশ নেওয়া জনতা ‘শেখ হাসিনা ভোট চোর’ বলে স্লোগান দেয়।

 

 

 

বুধবার (৬ ডিসেম্বর) বিরোধী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনপি) অফিসে নিরাপত্তা বাহিনীর অভিযান চালানোর কয়েকদিন পর এই সমাবেশ অনুষ্ঠিত হলো। ওই অভিযানে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।

 

সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধির কারণে সারাদেশে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়। বিএনপির এক নেতা জানান, শনিবারের সমাবেশে সকাল পর্যন্ত প্রায় দুই লাখ মানুষ অংশ নেয়। বিএনপির মুখপাত্র জহিরুদ্দিন স্বপন বলেন, ‘আমাদের প্রধান দাবি শেখ হাসিনার পদত্যাগ এবং সংসদ ভেঙে দেওয়া। এরপর একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ নেওয়া।’ জনগণকে সমাবেশে যোগ দিতে বাধা প্রদানে সরকারের সমর্থনপুষ্ট একটি অঘোষিত পরিবহন ধর্মঘট চালু ছিলো বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।

 

পুলিশের তরফে জানানো হয়, সমাবেশ শান্তিপূর্ণ হয়েছে। পুলিশ শহরের রাস্তায় চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা বাড়িয়েছে।  সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে বিএনপির দুই শীর্ষনেতা গ্রেফতারের একদিন পর এই সমাবেশ হয়েছে। বিরোধী দলের দুই হাজারেরও বেশি কর্মী ও সমর্থককে বিক্ষোভে যোগ দিতে বাধা প্রদানে ৩০ নভেম্বর থেকে আটক করা হয়।

 

 

কয়েকটি পশ্চিমা দেশ, জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থা বাংলাদেশের রাজনৈতিক জলবায়ু এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। 

 

এদিকে জাতিসংঘ মহাসচিব এক বাণীতে বলেন

বিশ্ব মানবাধিকার অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখে রয়েছে। ক্ষুধা ও দারিদ্র্য বাড়ছে- যা কোটি মানুষের অর্থনৈতিক ও সামাজিক অধিকার খর্ব করছে। এতে নাগরিক মত প্রকাশের স্বাধীনতা কমেছে। বিশ্বের প্রায় প্রতিটা অঞ্চলেই সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকের নিরাপত্তা বিপজ্জনকভাবে হুমকির মুখে পড়েছে। এ কারণে বিশেষত তরুণ জনগোষ্ঠীর আস্থা উঠে যাচ্ছে বলে মন্তব্য করেন গুতেরেস। তবে বাংলাদেশেও নাগরিক মত প্রকাশের স্বাধীনতা কমেছে

 


News Source & Ref : BSS UP।   PNS BNA UNB dbcnews Google News।  Yahoo news ।  Bing news

উত্তরবঙ্গ প্রতিদিনের সংবাদটি শেয়ার করুন

Discover more from UttorbongoProtidin.Com 24/7 Bengali and English National Newsportal from Bangladesh.

Subscribe to get the latest posts sent to your email.